বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ১১:১১:১৬

'দুই নায়িকা মুখোমুখি হলে 'মার্জার যুদ্ধ' শুরু হয়'

'দুই নায়িকা মুখোমুখি হলে 'মার্জার যুদ্ধ' শুরু হয়'

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে খুব ভালো কথা বলার মুডে আছেন৷ আলিয়া ভাট্ট থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে কারিনা কাপুর - প্রত্যেকের সম্পর্কেই তিনি খুব ভালো -ভালো কথা বলছেন৷ যে ইন্ডাস্ট্রিতে দু'জন নায়িকা মুখোমুখি হলে 'মার্জার যুদ্ধ' শুরু হয়ে যায়, আর সেখানে প্রিয়াঙ্কার এই আচরণ সবাইকে বিস্মিত করেছে৷

প্রিয়াঙ্কার কথায়, 'আমি কখনোই অন্যের সাফল্য বা ব্যর্থতায় চিন্তিত হই না৷ আমি বিশ্বাস করি একজন অভিনেতাকে নির্বাচন করা হয় তার প্রতিভা দিয়ে৷ আমি সব সময় নিজের সঙ্গে প্রতিযোগিতায় থাকি, যাতে আরো বড় সুযোগ আমার সামনে আসে৷ সবাইকে যেতে খুশি করে চলতে পারি।'

তিনি আরো বলেন, অবশ্যই আমার ক্যারিয়ার যদি ঠিক এমনটা না হতো, তাহলে হয়তো আমি কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতাম৷ তখনই ক্যাটফাইট শুরু হয়ে যেত৷ কিন্তু আজকালকার অভিনেতারা সবাই এতো কনফিডেন্ট যে, দু-জন মুখোমুখি হলে একটা প্রায় রোম্যান্টিক পরিবেশ তৈরি হয়ে ওঠে৷'

প্রিয়াঙ্কা বলেন, অভিনেত্রীদের ক্ষেত্রে এই ফাইটটা ভাবাই যায় না৷ আমি কিন্তু আমার সমস্ত সহ -অভিনেত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলি৷ আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই কনফিডেন্ট৷ আমি চেষ্টা করি যাতে হয়ে উঠতে পারি অপ্রতিরোধ্য৷ এটাই মূল মন্ত্র৷'
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে