বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ১১:৫৬:০৮

১৫ দিনের জন্য রণবীরের সাথে থাকবেন ক্যাটরিনা!

১৫ দিনের জন্য রণবীরের সাথে থাকবেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : ফের কাছাকাছি দুই মনের মানুষ। একে অপরকে দেখলেন, কিন্তু দু’জনের চোখই যেন একে অপরের কাছে ম্রিয়মাণ। পেশাগত জীবন ছাড়া ক্যাটরিনা কাইফ এবং রণবীরের মাঝখানে যেন আর কিছুই নেই।

বলিউড এমনই একটি জায়গা। যে খানে মনের মানুষের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু নিয়তি দু’জনকেই দু’জনের ছায়ার পিছু ধাওয়া করতে বাধ্য করে। যেমন এখন একে অপরকে ধাওয়া করছেন ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর। বিচ্ছেদ ঘটে গিয়েছে কবেই। অথচ, পিছু ছাড়ছে না তাদের পেশাগত জীবন।

পরিচালক অনুরাগ বসুর ছবি ‘জগ্গা জাসুস’-এর সেটে ফের মুখোমুখি দু’জনে। বিচ্ছেদের পরে এই প্রথম দেখা হলো দুজনের। মন দিয়ে শ্যুটিং-এর সমস্ত কথাও শুনলেন। কিন্তু, চোখে চোখ রাখলেন না দু’জনের কেউই।

সেটে উপস্থিত সকলেই ভাবছিলেন, বাস্তব জীবনে যদি কোনোভাবে পরস্পরকে হাই-হ্যালো করেন ক্যাট ও রণবীর! কিন্তু, দু’জনকেই দেখা গেল সিনেমার প্রয়োজনে তারা একে অপরের যতটা কাছাকাছি আসছেন ‘ক্যামেরা-লাইটস-সাউন্ড’ বন্ধ হলেই অনেক দুরে সরে যাচ্ছেন।

শ্যুটিং-এর জন্য মরক্কোয় যাচ্ছে ‘জগ্গা জাসুস’ সিনেমার দল। ১৫ দিন ধরে চলবে শ্যুটিং। মরক্কোয় যাচ্ছেন ক্যাটরিনা ও রণবীর। কাছাকাছি কি আসবেন দু’জনে, না কি সিনেমার কেমিস্ট্রিতেই আপাতত বেঁধে রাখবেন নিজেদের?
১০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে