শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৩:০৬:০৩

শাবনূর বললেন ভিন্ন কথা

শাবনূর বললেন ভিন্ন কথা

বিনোদন ডেস্ক : নতুন ছবিতে কাজ করতে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে- এমন শিরোনামে কিছুদিন আগে সংবাদ প্রকাশ হলেও শাবনূর বললেন ভিন্ন কথা। নতুন ছবিতে কাজের প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো কথা কারও সঙ্গে আমার হয়নি। আর আমি এখনই কোনো ছবিতে হাত দিতে চাই না।

তিনি বলেন, আমার সন্তান আইজান নিহান কিছুদিন আগেও অসুস্থ ছিল। তার সুস্থতার পাশাপাশি দেখাশোনাটা খুবই জরুরি। আর আমি আরও কিছুদিন দেশে আছি। যদি নতুন কোনো ছবিতে কাজ করি তাহলে সেটা অবশ্যই আমি সবাইকে জানাবো। একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজের কথা চলছে। এ কাজটা করতে পারি। আর এটি চূড়ান্ত হলে নির্দেশনা দেবেন আহমেদ ইলিয়াস।

এদিকে শাবনূর অভিনীত সর্বশেষ ছবি ‘পাগল মানুষ’। এর কাজও শেষ হয়েছে। নবাগত নায়ক শাহেন খানের বিপরীতে এ ছবিতে কাজ করেছেন শাবনূর। আর ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এ ছবির পাশাপাশি শাবনূর অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর ‘ইউরো স্টার’ গ্যাসের চুলার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। কাজের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে তার সরব উপস্থিতি সবার নজর কাড়ে।

গত বছরের মান্না উৎসব থেকে শুরু করে সবশেষ ৫ই মার্চ প্রযোজক শাহীন কবিরের জন্মদিনে হাজির হন তিনি। গুলশানের এক অভিজাত রেস্তরাঁয় সেই অনুষ্ঠানে হাজির হয়ে সবার সামনে গান পরিবেশন করতেও দেখা যায় তাকে। প্রয়াত শিল্পী আজম খানের ‘চুপ চুপ চুপ’ শিরোনামের এ গানটি গেয়েছিলেন তিনি।

সেটিই আপলোড করা হয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে। শাবনূর এ প্রসঙ্গে বলেন, অনুষ্ঠানের হইচইয়ে অতটা মনোযোগ দিয়ে গাইতে পারিনি। বাসায় গুন গুন করে এ গানটি প্রায়ই গাওয়া হয়। তবে এবারই প্রথম সবার সামনে গেয়েছি। আমি ব্যক্তিগতভাবে আজম খানের ভক্ত। আমার বাসায় তার অনেক অ্যালবাম রয়েছে। -এম.জমিন

১১ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে