শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৯:১৭:০৭

‘পৌরি’ সম্মাননা পাচ্ছেন ‘রত্ননন্দিনী’ জ্যোতি

‘পৌরি’ সম্মাননা পাচ্ছেন ‘রত্ননন্দিনী’ জ্যোতি

বিনোদন ডেস্ক : ‘পৌরি’র সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী জ্যোতি সিনহা। বাংলাদেশের মণিপুরি সাহিত্য, তথ্য-গবেষণা ও প্রকাশনা সংস্থা ‘পৌরি'র রজতজয়ন্তী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।

শনিবার বিকেল পাঁচটায় কমলগঞ্জের মণিপুরি ললিতকলা একাডেমি মিলনায়তনে স্মারক সম্মাননা প্রদান করা হবে। এরপর থাকবে ভারত ও বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

জ্যোতি সিনহা এর আগে ভারতের মণিপুরিদের সংগঠন এল. এল. প্রোডাকশন (লেরিক লেইশাং প্রকাশনী) থেকে ‘রত্ননন্দিনী’ খেতাবে ভূষিত হন। তিনি প্রায় পঁচিশটি নাটকে অভিনয় করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে ‘রাসলীলা ও মণিপুরি নারীর অন্তর্গত লড়াই’ শিরোনামে এমফিল গবেষণা করছেন।

জ্যোতির বাবা প্রয়াত ললিতমোহন সিংহ। শৈশবেই পিতৃহীন জ্যোতির মায়ের নাম ভাগ্যবতী সিনহা। ওর ছোট বোন স্বর্ণালী সিনহা (স্মৃতি) মণিপুরি থিয়েটারের একজন উল্লেখযোগ্য নাট্যশিল্পী।

মণিপুরি সমাজ-সাহিত্য-সংস্কৃতিতে মূল্যবান অবদানের জন্য পৌরির রজতজয়ন্তী স্মারক সম্মাননা আরো পাচ্ছেন- অজা চন্দ্রমোহন সিংহ (প্রথাগত সংগীত), নবকুমার সিংহ (শিক্ষা), মণিলাল সিংহ (সমাজসেবায়, মরণোত্তর), দিলস লক্ষ্মীন্দ্র সিংহ (সাহিত্য), শক্তিকুমার সিংহ (চিত্রকলা), আশুতোষ সিংহ রবি (আধুনিক গান) ও তামান্না রহমান(নৃত্যকলা)।

কমলগঞ্জের এ সংস্থাটি এ যাবৎ মণিপুরি (বিষ্ণুপ্রিয়া) ও বাংলা ভাষার মূল্যবান ৩০টি গ্রন্থ প্রকাশ করেছে। নিয়মিত প্রকাশ করছে ‘পৌরি পত্রিকা’। আয়োজন করেছে ভারত-বাংলাদেশের মণিপুরি শিল্পীদের নিয়ে মৃদঙ্গ উৎসব, সাহিত্য-সেমিনার। রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত দু’দিনের অনুষ্ঠানের আহ্বায়ক সমরজিত সিংহ। সদস্য সচিব পৌরি পত্রিকার সম্পাদক সুশীলকুমার সিংহ।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে