বিনোদন ডেস্ক : রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন। কাজ করেছেন পারিবারিক ড্রামা ও সায়েন্স ফিকশনেরও। অবশ্য অ্যাকশন দৃশ্যেও কিছুটা অভিনয় করেছেন। তবে পূর্ণাঙ্গ অ্যাকশন ছবিতে তাঁকে কখনোই দেখা যায়নি। একজন সফল অভিনেতার সবচরিত্রেই অভিনয়ের গুণ থাকা ভালো। তাই এবার ইউটার্ন নিলেন তিনি।
এই প্রথমবারের মতো পুরোপুরি অ্যাকশন ছবিতে অভিনয় করছেন ইমন। সুজন বড়ুয়া পরিচালিত ‘কিলার’ ছবিতেই তাকে দেখা যাবে অ্যাকশন হিরো রূপে। তার সাথে তাল মেলাবেন নবাগতা মৌ।
শুটিংয়ে অংশ নিতে এখন কক্সবাজারে ইমন। তিনি জানান, মাঝখানে কিছু দিন তিনি চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েছিলেন। তবে অভিনয় থেকে দূরে ছিলেন না। কিছু বিজ্ঞাপনচিত্র ও টিভি নাটকে অভিনয় করেছেন।
ইমন বলেন, এবার অ্যাকশন ছবি দিয়ে ফিরলাম। গল্পটা বেশ ভালো। এখানে দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবে।
ইমন অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল। আর ২২ এপ্রিল স্বপন আহমেদের ‘পরবাসিনী’।
ইমন বলেন, নতুন ছবির শুটিং ও দুই ছবি মুক্তি উপলক্ষে আবার চলচ্চিত্রে ব্যস্ততা বেড়েছে। এই মোমেন্টাম ধরে রাখতে চাই।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস