বিনোদন ডেস্ক : এক নতুন অভিজ্ঞতার মুখোমুখী হলেন এসময়ের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গোপন সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। এতোদিন চলচিত্র জগতে কাজরে যে অভিজ্ঞতা হয়েছে, এটি সম্পূর্ণ আলাদা। তবে যে গোপন অভিজ্ঞতাটি জানালেন সেটি তার জীবনে এই প্রথমবার ঘটেছে।
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করছেন পরীমনি। তার চরিত্রের নাম ‘শুভ্রা’। গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীর পারে এক বাড়িতে স্বপ্নজাল ছবির শুটিং শুরু হয়েছে। সকালে প্রথমেই ক্যামেরার সামনে দাঁড়ান পরীমনি। তাঁর সঙ্গে ছিলেন নবাগত ইয়াশ রোহান এবং আরও কয়েকজন শিল্পী।
ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন গিয়াসউদ্দিন সেলিম।। তিনি বললেন, অনেক দিন পর আমার নতুন ছবির কাজ শুরু করেছি। সবাই খুব আন্তরিক। আমরা এখন আছি চাঁদপুরে। পুরো এক মাস থাকব এখানে।
ছবির গল্পের ভাবনা প্রসঙ্গে গিয়াসউদ্দিন সেলিম জানান, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু আর শুভ্রা। ভূমিদস্যু আয়নাল গাজী শুভ্রার বাবাকে হত্যা করে সবকিছু হাতিয়ে নেয়। মা আর ছোট ভাইকে নিয়ে দেশান্তরি হয় শুভ্রা। শিকড়ে ফেরার স্বপ্ন তার চোখে। ছবিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
পরীমনি বললেন, বিভিন্ন সিনেমায় নানান নামে অভিনয় করেছি। কিন্তু কোনো পরিচালক শুটিংয়ের সময় আমাকে চরিত্রের নাম ধরে আমাকে ডাকেননি। ডেকেছেন পরী নামেই। এখন বুঝছি, চরিত্রের নামে ডাকলে অনেক সুবিধা হয়।
সেই সুবিধার কথাও বললেন পরীমনি। ‘এই নাম ধরে ডাকার কারণে চরিত্রে ঢোকার জন্য কাজটি অনেক সহজ। এই যেমন স্বপ্নজাল সিনেমার শুটিংয়ের সময় আমি ভুলেই গিয়েছিলাম যে আমি পরীমনি। আমি সব সময় শুভ্রাতেই ডুবেছিলাম। এটাই তো বড় সুবিধা।’
‘স্বপ্নজাল’ সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছিলেন পরী। প্রয়োজনীয় চিকিৎসাসেবা শেষে এখন তিনি সুস্থ। খুব শিগগির আবার শুটিংয়ে ফিরবেন। চাঁদপুরের শুটিংয়ের পরপরই স্বপ্নজাল সিনেমার পুরো দল যাবে কলকাতায়। কাজ শেষ করে এ বছরই মুক্তি দেওয়ার ইচ্ছে ‘স্বপ্নজাল’। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল ক্রিয়েশন।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস