শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৬:৪১:৩৫

নানির সঙ্গে তাল মিলিয়ে গান গায় রুনা লায়লার দুই নাতি

নানির সঙ্গে তাল মিলিয়ে গান গায় রুনা লায়লার দুই নাতি

বিনোদন ডেস্ক : খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লার দুই নাতি জাইন আর অ্যারন নানির সঙ্গে তাল মিলিয়ে গান গায়।  দেশের বাইরে বেড়ে উঠলেও সন্তানদের মধ্যে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে ভুল করেননি তানি লায়লা ইসলাম।

লন্ডনে।থাকলেও মায়ের দেশ, মায়ের ভাষা, মায়ের দেশের গৌরব সম্পর্কে জানে তারা।  সেই চেতনায় জাগ্রত হয়ে নানির সুরে গান গায় জাইন আর অ্যারন। তারা একটি দেশাত্মবোধক গান গেয়েছে।

শিরোনাম ‘আই লাভ মাই বাংলাদেশ’।  সুর ও সংগীত পরিচালনায় ব্রিটিশ-এশীয় সংগীতশিল্পী রাজা কাশেফ।

স্বাধীনতা দিবস উপলক্ষে গত সপ্তাহে গানটির রেকর্ডিং হয়েছে।  এখন তৈরি হচ্ছে মিউজিক ভিডিও।  আগামী ২৬ মার্চ অনলাইনে প্রকাশ হবে এটি।  দেখা যাবে ইউটিউবেও।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে