শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৬:৪৩:২৪

এবার পিটবুলের সঙ্গী হচ্ছেন জ্যাকলিন

এবার পিটবুলের সঙ্গী হচ্ছেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কিউবান-আমেরিকান সংগীতশিল্পী পিটবুলের মিউজ়িক ভিডিওতে এবার দেখা যাবে শ্রীলঙ্কান সুন্দরী এবং বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়কে। তবে প্রিয়াঙ্কা চোপড়া যেমন পিটবুলের সঙ্গে গান গেয়েছিলেন, তিনি কিন্তু গান গাইবেন না। তাকে শুধু দেখা যাবে পিটবুলের গানের মিউজ়িক ভিডিওতে।

প্রথমে শোনা গিয়েছিল পিটবুলের মিউজ়িক ভিডিওতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। কিন্তু কঙ্গনাকে রিপ্লেস করে সেই স্থান দখল করে নেন জ্যাকলিন। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, নিমরত কউর, ইরফান খানের সঙ্গে হলিউড লিস্টে এবার ঢুকে পড়েন জ্যাকলিনও। তবে তাদের মধ্যে একমাত্র প্রিয়াঙ্কাই পিটবুলের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন।

গত সপ্তাহেই নাকি জ্যাকলিন চুক্তিপত্র সই করেছেন। এ মাসে বা পরের মাসেই তিনি শুটিং শুরু করবেন। বলিউডে এখন সবচেয়ে বেশি অফার যে সব হিরোইনদের কাছে আছে, জ্যাকলিন তাদের অন্যতম। হাউজ়ফুল 3, ঢিসুম, আ ফ্লাইং জাঠ রয়েছে বর্তমানে তার হাতে।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে