শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ০৭:১৪:৪৮

প্রিয়াঙ্কাকে শাহরুখের বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো!

প্রিয়াঙ্কাকে শাহরুখের বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো!

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান বর্তমানে তিন সন্তানের বাবা। এরই মধ্যে ৫০ বছরের গণ্ডিটাও পেরিয়ে গিয়েছেন তিনি। আর এ বয়সেই কিনা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের প্রস্তাব দিয়েছেন! কি, অবাক লাগছে? না অবাক হওয়ার কিছুই নেই, কারণ এ ঘটনাটি অনেক দিন আগের। সেদিন প্রিয়াঙ্কাকে নাকি সরাসরি এই প্রস্তাব দিয়েছেন কিং খান!

কথাটি শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই নাকি ঘটেছিল। পিগি চপসকে 'উইল ইউ ম্যারি মি' বলেওছিলেন বাদশা। তবে সেই দিনটা আজকের নয়। অনেক বছর আগেকার কথা। তখন প্রিয়াঙ্কা চোপড়া আজকের 'কোয়ান্টিকো' স্টার হয়ে ওঠেননি। সবে পা রাখছেন বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে।

মিস ইন্ডিয়া প্যাজেন্টে বিচারকের আসনে শাহরুখ খান। আর প্রতিযোগী প্রিয়াঙ্কা চোপড়া। কে হবেন মিস ইন্ডিয়া তা নিয়ে সবার মনে উত্তেজনা। বিচারকের আসন থেকে প্রিয়াঙ্কা চোপড়ার দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন বাদশা, 'মহম্মদ আজহারউদ্দিন, কোনো ব্যবসায়ী নাকি আমি, তুমি কাকে বিয়ে করবে?'

সেদিন কিং খানের এমন প্রস্তাব রিফিউজ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জানিয়েছিলেন যে তিনি আজহারউদ্দিনকেই বিয়ে করতে চান। তার উত্তরে রেগে যাননি শাহরুখ। বরং সেদিনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি নম্বর নিয়ে মিস ইন্ডিয়া হয়েছিলেন প্রিয়াঙ্কা।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে