শুক্রবার, ১১ মার্চ, ২০১৬, ১০:২৩:৪৭

এবার ছোট্ট আলিয়ার সঙ্গে হৃত্বিকের রোমাঞ্চ

এবার ছোট্ট আলিয়ার সঙ্গে হৃত্বিকের রোমাঞ্চ

বিনোদন ডেস্ক : আশিকি ৩-তে হৃত্বিক রোশনের বিপরীতে দেখা যেতে পারে আলিয়া ভাট্টকে। বলিউডের বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে এমনই কথা। আশিকি ৩-র নায়িকা চরিত্রে আলিয়া হলেন তৃতীয় শর্টলিস্টেড হিরোইন।

প্রথমে ঠিক হয়েছিল, আশিকি ৩-এর জন্য নেয়া হতে পারে সোনম কাপুরকে। বিশেষ করে আশিকির গান ধীরে ধীরে সের রিমেক ভার্শনে হৃত্বিকের সঙ্গে তার অনস্ত্রিন কেমিস্ট্রির পর ফ্যানেরাও চাইছিলেন সোনমের সঙ্গেই জুটি বাঁধুন হৃত্বিক। কিন্তু কোনো কারণে তা ফলপ্রসু হয়নি। লিস্টে আসেন কঙ্গনা রানাওয়াত।

কিন্তু সেক্ষেত্রে বাধ সাধেন স্বয়ং হৃত্বিক রোশন। তিনি নাকি বলেন, কঙ্গনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না তিনি। তাকে ছবিতে রাখতে গেলে অন্য হিরোইনের কথা ভাবতে হবে বলেও নাকি জানিয়েছিলেন হৃত্বিক। হৃত্বিক ছবির হিরো। তাই তাকে তো আর বাদ দেয়া যায় না। অতএব বাদ পড়ালেন কঙ্গনা। এবার পরিচালক ও প্রযোজক এমন এক নায়িকা কথা ভেবেছেন যার সঙ্গে হৃত্বিক আগে কখনো স্ক্রিন শেয়ার করেননি। আর তিনি হলেন আলিয়া ভাট্ট।

সিদ্ধান্ত এখনো পুরোপুরি নেয়া হয়নি। তবে যা শোনা যাচ্ছে, তাতে আলিয়াই হয়তো বা হতে চলেছেন হৃত্বিকের নায়িকা।
১১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে