বিনোদন ডেস্ক : ‘কিক’-এ সালমানের বিপরীতে অভিনয় করতে দেখেছিলেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবিটি বক্স-অফিস কাঁপিয়ে হয়েছিল ব্লকবাস্টার মুভি। সেই সাফল্য দেখে আগে ঘোষণা দিয়েছিলেন কিক-এর সিকুয়াল হবে।
সবাই ভেবেছিল, হয়ত সিকুয়াল যখন তখন নায়ক-নায়িকা একই থাকবে কিন্তু সবাইকে অবাক করে সালমান কিক-এর সিকুয়ালে তার বিপরীতে নাম ঘোষণা করলেন নতুন নায়িকার।
সালমান খান অভিনীত ‘‘কিক’’-এর সাফল্য কারও অজানা নয়। ব্লকবাস্টার এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি সালমান কিকের সিকুয়াল এর কথা ঘোষণা করেন।
কিন্তু সবাইকে আবাক করে সালমান এই ছবিতে তার বিপরীতে ‘‘হিরোপন্তি’’, ‘‘দিলওয়ালে’’-খ্যাত কৃতি শ্যাননের নাম ঘোষণা করেন। শুধু জ্যাকলিন নন, কিক-২ এ সালমানের বিপরীতে অভিনয়ের জন্য ‘‘সিং ইজ ব্লিং’’-এর নায়িকা অ্যামি জ্যাকসন পা বাড়িয়ে ছিলেন। কিন্তু সবাইকে টপকে সালমানের সঙ্গি হলেন কৃতি। এই ছবিতে সালমানের ডাবল রোল। আগামী বছর শ্যুটিং ফ্লোরে যাবে এই ছবি।
১২ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস