বিনোদন ডেস্ক : বলিউডজুড়ে এখন কারিনা কাপুর ও অর্জুন কাপুরের ঘনিষ্ঠতা নিয়ে জোর চর্চা চলছে। তাদের নিয়ে এ মুহূর্তে বলিউডে গসিপের শেষ নেই। তবে কারিনাও এসব গুঞ্জনে একের পর এক পানি ঢেলেই যাচ্ছেন। এরমধ্যে কারিনাও মুখ খুলেলেন এসব নিয়ে। সেই সাথে গণমাধ্যমকে জানালেন, কেন তিনি বিয়ে করেছিলেন সাইফকে।
এদিকে কারিনার নতুন ছবি ‘কি অ্যান্ড কা’ মুক্তি পাওয়ার আগে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন তিনি। এ যখন অবন্থা, তখন কারিনা আবারও বিস্ফোরক কথা বলে বসেছেন। অতি সম্প্রতি তিনি বলেছেন যে অর্জুন কাপুর খুব হ্যান্ডসাম বলেই তাকে ঘন ঘন লিপলক করেছেন তিনি।
এরপরই মিডিয়ার সামনে কারিনা জানালেন তিনি সাইফ আলী খানকে কেন বিয়ে করেছিলেন। কারিনা বলেন, তিনি কাজ করতে চান আর প্রচুর টাকা রোজগার করতে চান। সাইফ এই দুই অ্যাম্বিশনের পথে কাঁটা হয়ে দাঁড়াননি, তাই বিয়ে।
বেশ স্পষ্ট করেই জানিয়েছেন কারিনা যে সাইফকে বিয়ে করার এটাই ছিল তার শর্ত। সাইফ মেনে নিয়েছিলেন বলেই বিয়ে, না হলে বিয়েই হত না।
এই জন্যেই কি ‘কি অ্যান্ড কা’ ছবিতে ওয়র্কিং ওম্যান-এর চরিত্রটি এত প্রিয় কারিনার? আর সেই অভিনয় করতে করতেই কি হঠাৎ করে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন তিনি? নাহলে এত কথায় কথায় অর্জুন অর্জুন কেন? আর বিয়ে নিয়েই বা হঠাৎ কথা বলতে গেলেন কেন?
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন