বিনোদন ডেস্ক : কারিনা কাপুরের সঙ্গে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয় করেছেন দিলজিত দুসান্ত। কিন্তু সিনেমা চলাকালে আনুশকা শর্মাকে কিছুতেই ভুলতে পারছেন না তিনি। তার সব কথার মাঝে একটাই দাবি, আনুশকা শর্মার সঙ্গে সিনেমা করতে চান। তবে এটাই সত্যি যে, বলিউডে দিলজিতই এখন আনুশকার ‘ডাই হার্ট’ ফ্যান l
দিলজিত বলেন, তিনি সব সময়ই চান আনুশকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। ভবিষ্যতে সেটা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এদিকে, এশিয়া কাপের পর পরই নাকি বিরাট কোহলির সঙ্গে সময় কাটিয়েছেন আনুশকা শর্মা। এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচের পর পরই আনুশকা নাকি বিরাটকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই খবর প্রকাশ হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায়। এরপর এশিয়া কাপ শেষ হওয়ার পর আনুশকা শর্মা সুলতানের শুটিং থেকে সময় বের করে বিরাটের সঙ্গে দেখা করেন বলে খবর পাওয়া যায়। এরপর থেকেই সমালোচকদের একাংশের মতে, এবার আস্তে আস্তে দুরত্ব কমছে আনুশকা এবং বিরাটের মধ্যে। আর সেই কারণেই বিরাটের সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছেন আনুশকা।
যদিও, বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই। কিন্তু, তারমধ্যেই আনুশকাকে নিয়ে আবারও দিলজিত-এর ‘ফ্যান্টাসি’ এবং ভালো লাগা ফের তাদের সম্পর্কে আবার চিড় ধরবে না তো? আপাতত সেই প্রশ্নই ঘোরাফেরা করছে বলিউডজুড়ে।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন