বিনোদন ডেস্ক : ক্যান্সারের থাবা থেকে নিজের ছেলেকে বাঁচাতে পারলেও মাকে বাঁচাতে পারলেন না বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। ফলে ক্যান্সারের কাছে হেরে গিয়ে মৃত্যু বরণ করেন তার মা।
জানা গেছে, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ১১ মার্চ সন্ধ্যায় মারা যান ইমরান হাশমির মা মাহেরা হাশমি। তিনি বেশ ক’দিন ধরেই ক্যন্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়েল সিটি হাসপাতালে ভর্তি ছিলেন।
হাশমির মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে তার চাচা এবং প্রযোজক মুকেশ ভাট বলেন, তিনি (ইমরান হাশমির মা) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, ১১ মার্চ বিকালে হাসপাতালে ভর্তি অবস্থাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অন্যদিকে মায়ের মৃত্যুর সময় মুম্বাইযের বাইরে ছিলেন ইমরান হাশমি। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি মুম্বাইয়ে ফিরছেন বলে জানা গেছে।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন