শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০২:০৯:৩৮

সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ কেন করতে চেয়েছিলেন ক্যাটরিনা?

সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ কেন করতে চেয়েছিলেন ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক : এবার ফটো সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশে অভিোযগ করার হুমকি দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রণবীর কাপুরের সাথে ব্রেকআপের পর থেকে ফটো সাংবাদিকদের যন্ত্রণায় অতিষ্ট হয়ে এমন হুমকি দিয়েছেন নায়িকা।

তার মন্তব্য, রণবীরের সাথে ব্রেকআপের পর থেকে তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই হামলে পড়ছেন ফটো সাংবাদিকরা। এতে তিনি এতটাই বিরক্ত হচ্ছেন, যা ভাষায় প্রকাশ করার মত নয়।

এই তো কয়েকদিন আগে ক্যাটরিনা বান্দ্রায় বাড়ি খুঁজতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ম্যানেজার রেশমা শেঠি। সেখানেও সাংবাদিকরা পিছু নেন ক্যাটের। আর তাতেই রেগে গিয়ে এমন মন্তব্য করলেন এই সুন্দরী।

যদিও তার আগে তিনি ফটোগ্রাফারদেরও জিজ্ঞাসা করেছিলেন, কেন তাকে এতো ফলো করা হচ্ছে। এই প্রশ্নে নাকি কোনও উত্তর দেয় নি সাংবাদিকরা। সেই সাথে তার পিছুও ছাড়েননি ফটোশিকারিরা।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে