বিনোদন ডেস্ক : স্টার জলসায় প্রচারিত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’য় অভিনয় করে দারুণ খ্যাতি পেয়েছেন যশ দাসগুপ্ত। অবশ্য এই অভিনেতাকে যশ দাসগুপ্ত নামে কেউ চিনেন না। তাকে সবাই চেনেন অরণ্য সিংহ রায় নামে।
এরমধ্যে এই অরণ্য সিংহ রায় কলকাতা ও বাংলাদেশে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন। রয়েছে তার অসংখ্য ভক্ত। তবে তার ভক্তদের মধ্যে প্রায় সবাই তরুণী। এবার তার সেই ভক্তদের জন্য সুখবর হচ্ছে, অরণ্য সিংহ রায় এবার নাম লেখাচ্ছেন চলচ্চিত্রে।
শ্রী ভেঙ্কাটেশ ফিল্মের একটি ছবিতে তকে এ বছরই দেখা যাবে। এ নিয়ে চলছে প্রস্তুতি। তবে কোন ছবিতে তাকে দেখা যাবে? এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা অরণ্য সিংহর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে শ্রী ভেঙ্কাটেশের প্রযোজক মহেন্দ্র সোনি জানিয়েছেন, ‘বোঝেনা সে বোঝেনা’র নতুন সিজনের প্রচার শুরু হবে মে মাসের শেষ দিকে। আমরা চাইবো, এরপরই যশ সিনেমা জগতে পরিচিত হোক। দর্শকমহলে সে দারুণ জনপ্রিয়, এই প্রকল্পের মাধ্যমে আসলে তার ভক্তদের প্রতি সুবিচার করা হবে। পুরোমাত্রায় বাণ্যিজিক ধারার সিনেমা হবে এটি, যশের জন্য জনসংযোগের এই ভালো ব্যবস্থা। শুটিং শুরুর জন্য তাকে পর্যাপ্ত সময় দেবো আমরা।’
এদিকে অরণ্য সিংহ রায় জানিয়েছেন, ‘হ্যাঁ, নির্মাতা সংস্থার সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না। তবে বলতে পারি আমার পরবর্তী পদক্ষেপ অবশ্যই সিনেমা এবং সেটা এই বছরেই ঘটবে। আমি এর জন্য প্রস্তুতিও নিচ্ছি।’
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন