বিনোদন ডেস্ক : ভাই আরবাজ খানের সংসার শেষ চেষ্টা করেও বাঁচাতে ব্যর্থ হলেন সালমান খান। যার কারণে অভিনেত্রী মালাইকা অরোরা খান আরবাজ খানকে ডিভোর্স দেয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এখন শুধু আনুষ্ঠানিকতাাই বাকী।
বলিউডের একটা বড় অংশ জানিয়েছে, আরবাজ-মালাইকার সম্পর্ক টিকিয়ে রাখতে বার বার চেষ্টা করেছেন সালমান খান। মালাইকাকে ফোন করে অনেক বুঝিয়েছেন ভাইজান। কিন্তু কোনও ভাবেই মালাইকাকে ফেরানো যায়নি। আর কয়েকদিনের মধ্যেই ডিভোর্স ফাইল করবেন নায়িকা।
তিন মাস আগে খান বাংলো ছেড়ে ছেলেকে নিয়ে বান্দ্রায় বাবার ফ্ল্যাটে চলে যান মালাইকা। তখন থেকেই এই সম্পর্কে ভাঙন ধরার আঁচ পাওয়া গিয়েছিল। কখনও শোনা গিয়েছে এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। কোনও কোনও মহল বলেছে, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আরবাজের সঙ্গে সম্পর্ক ভাঙছেন মালাইকা। কিন্তু এ নিয়ে মুখ খোলেননি তিনি।
এদিকে আরবাজ খানও বার বার ফেরাতে চেয়েছেন মালাইকাকে। প্রকাশ্যে বলেছেন, ‘১৭ বছর হল বিয়ে হয়েছে আমাদের। আমি এখনও মালাইকার ব্যাপারে পজেসিভ। ও আমার কাছে সবথেকে বেশি দামি। ওকে হারিয়ে ফেলার ভয়ও পাই।’ তারপরও ফেরানো যাচ্ছে না মালাইকাকে। এখন শেষ পরিণতি দেখার অপেক্ষা।
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন