শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৪:৪১:৩৫

কারিনাকে নিয়ে এ কি বললেন অর্জুন! সাইফ আলী কি বলবেন এবার?

কারিনাকে নিয়ে এ কি বললেন অর্জুন! সাইফ আলী কি বলবেন  এবার?

বিনোদন ডেস্ক : আর কদিন পরই মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘কি অ্যান্ড কা’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন কারিনা কাপুর ও অর্জুন কাপুর। এ ছবিতে কারিনার বিপরীতে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত অর্জুন এবার ফাঁস করলেন তার গোপন কথা।

অর্জুন জানালেন, তার বয়স যখন ১৫ বছর তখন কারিনা সবে মাত্র বলিউডে পা রাখেন। আর সে বয়স থেকেই তিনি কারিনা কাপুরের প্রেমে মজেছেন। যে ঘোর আজও রয়েছে। ফলে ‘কি অ্যান্ড কা’ ছবিত কারিনার সাথে লাভ কেমেষ্ট্রিটাও ফুটিয়ে তুলতে অসুবিধে হয়নি। অর্জুন কাপুর এসব কথা গণমাধ্যমের সামনেই বলেছেন।

অর্জুন আরও বলেন, তিনি জানতেন করিনা একজন ভাল মনের মহিলা। ‘কি অ্যান্ড কা’-ছবিতে কারিনা ও অর্জুনের একাধিক লিপ-লক দৃশ্য রয়েছে। এই সব দৃশ্য তিনি স্বচ্ছন্দভাবে পার করতে পেরেছেন তার কারণ কারিনার সঙ্গে তার ছোটবেলার বন্ধুত্ব— খোদ অর্জুন কাপূর ঢাক পেটানোর মতো করে বলে বেড়াচ্ছেন এসব।

অথচ কারিনা বয়সে অর্জুনের থেকে অনেকটাই বড়। তার উপরে, বনি কাপুর ও রণধীর কাপুরের পরিবারের মধ্যে সম্পর্কও ভাল। সেখানে অর্জুন ও কারিনার সাহসী দৃশ্য নিয়ে দুই পরিবারের ভিতরেই চাপা টেনশন ছিল। কিন্তু, অর্জুন যেভাবে এখন কারিনার প্রতি তার আবেগের বিচ্ছুরণ ঘটাচ্ছেন, তাতে সাইফ না আবার চাপে পড়ে যান!  
১২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে