বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৪:৪১

দুই মাসেও সেন্সর শো হয়নি চাকমা ভাষার ছবিটি

দুই মাসেও সেন্সর শো হয়নি চাকমা ভাষার ছবিটি

বিনোদন ডেস্ক : চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘মর থেংগারি-মাই বাইসাইকেল’ দীর্ঘদিনে সেন্সর ছাড়পত্র পাচ্ছে না। তবে এ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত।

সেন্সর সম্পর্কে সেন্সর বোর্ড বলছে চাকমা ভাষার কারণে ছবিটি সেন্সর দেওয়া হয়নি। আবার নির্মাতা বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন সেন্সর বোর্ড তেমন কিছুই বলেনি। তারা ছবিটির সেন্সর শো-ই করেনি।

জানা গেছে, গত ২২ জুলাই ছবিটির সেন্সর শো অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু হঠাৎ করে ছবিটির শো স্থগিত করে সেন্সর বোর্ড। কিন্তু কী কারণে স্থগিত করেছে তা জানেন বলে জানালেন পরিচালক অং রাখাইন।

অং একটি অনলাইনকে জানিয়েছেন, ‘তারা এ ব্যাপারে আমাকে লিখিত একটি চিঠি দেওয়ার কথা। এটি এখনও পাইনি। এর আগে আনুষ্ঠানিক কোনো কিছু বলতে চাইছি না।’

তবে তিনি এও বলেন, ‘বিষয়টি নিয়ে সেন্সর বোর্ডের সাথে আমার অনেক তর্ক-বির্তক হয়েছে। তারা নানা ধরনের আইনের কথা বলেছে- যা আমি প্রতিবাদ করেছি।’

তবে সেন্সর বোর্ডের একটি জানায়, ছবিটিতে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বেশ কিছু দৃশ্য আছে। যার ফলে সেনাবাহিনী থেকে লিখিত অভিযোগ জানানো হয় ছবিটি নিয়ে। তাই শো স্থগিত করা হয়।

সেনাবাহিনীর আপত্তির বিষয়টি পরিচালক স্বীকার করে বলেন, ‘হ্যাঁ এটা সত্য। তবে এ ব্যাপারে আপাতত কোন মন্তব্য করতে চাইছি না।’

অং রাখাইন জানালেন, সেন্সর বোর্ড থেকে ঈদের পরে একটি চিঠি পাবার কথা আছে। তখন সিদ্ধান্ত নেবেন তারা কী করবেন- আপিল করবেন নাকি আদালতে যাবেন।

ছবির গল্পে দেখা যায়, কামাল নামে একজন যুবক শহরে টিকতে না পেরে বাড়িতে ফিরে আসে একটি বাইসাইকেল নিয়ে। এ সাইকেল দিয়ে একসময় এলাকায় মানুষসহ মালামাল পরিবহন শুরু করে। আর তাতে তার সংসারের খরচ, ছেলের পড়ার খরচ চলতে থাকে। কিন্তু তার এই সুখ অন্যদের সহ্য হয় না। আর একসময় সে ষড়যন্ত্রের স্বীকার হয়।

‘মাই বাইসাইকেল’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল মনি চাকমা, ইন্দ্রিরা চাকমা, ইউ চিং হলা রাখাইন, বিনাই কান্তি চাকমা, আনন্দ চাকমা, সুভাষ চাকমা, জোরাদান চাকমা।

ছবির গল্প পরিচালকের নিজের। চিত্রনাট্য নাসিফুল ওয়ালিদ। চিত্রগ্রহণে সৈয়দ কাসেফ শাহবাজী, সম্পদনায় আরেফিন। মিউজিক অর্জুন, সাউন্ড মিক্সিং রতন পাল। প্রযোজনা করেছেন মা নান খিং। বেঙ্গল ক্রিয়েশনের সহযোগিতায় ছবিটি নির্মিত হয়েছে।সূত্রঃ ঢালিউড২৪
২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে