বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৭:০০

পুরুষ অপেক্ষা যে ৫টি কারণে নারীরা বেশি বাঁচে

পুরুষ অপেক্ষা যে ৫টি কারণে নারীরা বেশি বাঁচে

এক্সক্লুসিভ ডেস্ক : পুরুষ অপেক্ষা নারীরা সাধারণত বেশি সময় বাঁচেন। সম্প্রতি এর কারণ খোঁজার চেষ্টা করেছেন কলাম্বিয়া ইউনিভার্সিটি কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস এর ক্লিনিক্যাল মেডিসিন এর প্রফেসর এবং ফাউন্ডেশন ফর জেন্ডার-স্পেসিফিক মেডিসিন এর প্রতিষ্ঠাতা ড. ম্যারিয়েন লেগাটো। আমেরিকার সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর এক গবেষণায় বলা হয়েছে, মেয়েরা ছেলেদের চেয়ে গড়ে ৫ বছর বেশি বাঁচেন।

ড. ম্যারিয়েন বলেন, পুরুষরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জৈবিক ও সামাজিকভাবে কিছুটা কম সুবিধা ভোগ করেন। তা ছাড়া নারীদের বেশি আয়ুষ্কাল পাওয়ার পেছনে আরো ৫টি কারণ রয়েছে। কারণগুলো আপনারা জেনে নিন :

নারীরা যতœশীল : পুরুষদের কম আয়ুর তৃতীয় বৃহত্তম কারণটি হলো নিজের প্রতি যতেœর অভাব, বলেন ড. ম্যারিয়েন। এ জন্য মস্তিষ্কের ফ্রন্টাল লবসকে দায়ী করা যায়। দায়িত্বশীলতা এবং ঝুঁকির মাত্রা মাপজোকের কাজ করে এটি। এ ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি সচেতন। এ কারণে সারা জীবনে ছেলেরা স্বাস্থ্যসচেতনতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ঝুঁকি নিতে থাকেন যা তাদের আয়ু কমিয়ে দেয়।

গর্ভেই মেয়েরা সুবিধাভোগী : গর্ভে থাকা অবস্থায় মেয়ে শিশুর চেয়ে ছেলে শিশুরা বেশি প্রিনাটাল ইনফেকশনের শিকার হয়। এ ছাড়া মাতৃগর্ভে ছেলেদের বৃদ্ধিও হয় ধীর গতিতে। কাজেই জন্মের আগে ছেলেদের ফুসফুস, মস্তিষ্ক ইত্যাদি অপরিপক্ক থাকার সম্ভাবনা বেশি থাকে যা তাদের আগে মৃত্যুর কারণ।
নারীদের হৃদরোগের ঝুঁকি কম : নারী-পুরুষ উভয়ই হৃদরোগে আক্রান্ত হলেও পুরুষদের মাঝে এটি দ্রুত দেখা দেয়। সাধারণত ৩০-৪০ এর মধ্যেও পুরুষদের হৃদরোগ দেখা দেয় যা দ্রুত মৃত্যু ডেকে আনে। কিন্তু মেয়েদের মধ্যে হৃদরোগ আরো ১০ বছর পর হানা দেয়। মেনোপজ হওয়ার আগ পর্যন্ত নারীদের মাঝে হৃদরোগ দেখা দেয় না।

নারীরা বেশি স্বাস্থ্য সচেতন : চিকিৎসকের কাছে যাওয়া বা স্বাস্থ্যের যতœ নেওয়া বিষয়ে ছেলেদের সচেতনতা নারীদের চেয়ে ২৪ শতাংশ কম। এজেন্সি ফর হেলথ কেয়ার রিসার্চ অ্যান্ড কোয়ালিটি এর গবেষণায় দেখা গেছে, কোলেস্টরেল পরীক্ষায় পুরুষরা নারীদের চেয়ে ২২ শতাংশ পিছিয়ে রয়েছেন। এ ছাড়া আমেরিকায় প্রতি ৫ জনের মধ্যে একজন পুরুষের কোনো স্বাস্থ্য সংক্রান্ত ইন্স্যুরেন্স নেই বলে জানায় কায়জার ফ্যামিলি ফাউন্ডেশন। আবার পুরুষরা অসুখ-বিসুখকে তেমনটা পাত্তা দেন না। ফলে তাদের দেহে ক্ষতির মাত্রাও বাড়তে থাকে। আর এ কারণে মৃত্যুর দিকেও দ্রুত এগিয়ে যান তারা।

সামাজিকতায় এগিয়ে নারীরা : বন্ধুত্ব, পরিবার ও সামাজিকতা মানুষের দেহ-মনকে সুস্থ রাখে এবং এ কাজে মেয়েরা বেশি এগিয়ে থাকেন। কিন্তু ছেলেরা এ কাজে যথেষ্ট পিছিয়ে রয়েছেন। ছেলেদের স্ট্রেস অনেক বেশি যা তাদের আয়ু কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সূত্র : ফাক্স নিউজ

২৩ সেপ্টেম্বর,২০১৫ /এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে