বিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন তার মা সোমা বন্দ্যোপাধ্যায়। প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলে এ দিন তিনি কাঁদতে কাঁদতে পুলিশকে জানান, তার মেয়েকে রীতিমতো মারধর করত রাহুল।
সোমাদেবী আরো বলেন, যখন প্রত্যুষা একটু একটু করে জনপ্রিয় হতে শুরু করেছে, তখনই তার জীবনে আসে রাহুল। এসেই মেয়ের জীবনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় সে।
প্রত্যুষার বাবা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সম্প্রতি প্রত্যুষা জানতে পেরেছিল রাহুলের আগেও একটি সম্পর্ক ছিল। রাহুলের নাকি ৯ বছরের একটি ছেলেও আছে তার। শুধু তাই নয়, প্রত্যুষাকে নাকি নিজের সঙ্গে এক ফ্ল্যাটে থাকতেও বাধ্য করেছিল রাহুল।
গত রবিবার থেকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি রয়েছে প্রত্যুষার বয়ফ্রেন্ড অভিনেতা-প্রযোজক রাহুল রাজ সিংহ। হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকে গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এদিকে রাহুলের বিরুদ্ধে করা মামলা লড়ছিলেন রাহুলের আইনজীবী নীরজ গুপ্তা। আজ তিনি মামলাটি ছেড়ে দেন। তিনি জানিয়েছেন যে, তার মক্কেল রাহুল তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। সেই কারণেই তিনি মামলাটি ছেড়ে দেন। আইনজীবীর হঠাৎ মামলা ছেড়ে দেয়ায় আরো গুরুতর বিপাকে পড়ে গিয়েছেন রাহুল রাজ সিং।
৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই