বিনোদন ডেস্ক : ঘটনা কি সত্যি! সত্যিই কি সালমান খান তার সেই পুরনো প্রেমিকা সঙ্গীতা বিজলানির সাথে পর্দায় ফিরছেন? দেখা যাবে কি তাদের রোমান্স? এমন গুঞ্জন এখন পুরো বলিউডজুড়ে। যদি তাদের সত্যিই এক সাথে দেখা যায়, তবে সে হবে এ বছরের সেরা চমক। এমনটাই মনে করছেন সিনেমা সংশ্লিষ্ট অনেকেই।
ভারতীয় মিডায় সূত্রে জানা গেছে, তেলেগু ব্লকবাস্টার সিনেমা ‘কাশনাম’ এর রিমেক তৈরি করছেন সালমান। থ্রিলারধর্মী নারী প্রধান সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করার কথা সালমানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানি। অবশ্য বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সালমানের প্রথম প্রেম ছিলেন মডেল-অভিনেতা সঙ্গীতা বিজলানী। বেশ কয়েক বছর প্রেমের পর সালমানের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে সঙ্গীতা ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে বিয়ে করেন।
এরপর সালমান খান ঐশ্বরিয়া, ক্যাটরিনা কাইফ, লুলিয়া ভান্তুুরসহ আরও বেশ কজনের সাথেই প্রেমে জড়িয়েছেন। তবে এখনও তিনি বিয়ে করতে পারেননি কাউকে। কিছুদিন আগে অবশ্য বিজলানীর সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল সালমান খানকে। সেও দুবাইতে সালমানের বোনের সাধ অনুষ্ঠানে।
৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন