বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৭:০৭

যেসব কারণের জন্য দ্রুত বলে ফেলুন 'আই লাভ ইউ'

যেসব কারণের জন্য দ্রুত বলে ফেলুন 'আই লাভ ইউ'

এক্সক্লুসিভ ডেস্ক : ভাল লাগা থেকে ভালোবাসা। কতটা স্বপ্নবুনে এই মন। কিন্তু সেই সব স্বপ্ন মুহুর্তে বিনষ্ট হতে পারে যদি না সময়মত সেই ভালোবাসার কথাটি তাকে না বলতে পারেন। তাই পাঠকের জন্য আজকের প্রতিবেদনে বলা হলো ৭ কারন যার জন্য আপনাকে আপনার প্রিয় মানুষকে দেরি না করে বলে ফেলা উচিত 'আই লাভ ইউ'।

১. আপনার অনুভূতি পরিষ্কার করে জানান : আপনার অনুভূতি মনের মানুষকে জানানোর অন্যতম উপায় হলো তাকে জানিয়ে দেওয়া- ‘আমি তোমাকে ভালোবাসি।’ এটি আপনার অনুভূতি পরিষ্কার করে তার সামনে উপস্থাপন করবে। হয়তো অপর পক্ষও আপনার মতো অবস্থায় আছে এবং পরিষ্কার করে মনের কথাটি বলতে পারছে না। এখানে কথাটি জানিয়ে দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এর জবাবে সে যদি তাৎক্ষণিক এ কথাটি না জানায়, তার পরেও আপনার অনুভূতি প্রকাশ করা হয়ে যাবে এতে।

২. তার অনুভূতি জেনে নিতে : আপনি হয়তো বহুদিন ধরেই তার হৃদয়ের কাছাকাছি রয়েছেন বলে ভাবছেন। কিন্তু তার হৃদয়ে সত্যিকার অর্থে আপনার সম্বন্ধে কেমন অনুভূতি রয়েছে, তা জেনে নেওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে। এ কাজে আপনার কাজে আসবে যে কথাটি তা হলো- ‘আমি তোমাকে ভালোবাসি।’

৩. শঙ্কা দূর করতে : যখনই আপনি বুঝতে পারবেন যে, তাকে আপনি ভালোবাসেন তখনই মনে একটা ভয় বাসা বাঁধবে। সেটা হলো তাকে নিয়ে অনিশ্চয়তা। আর এ অনিশ্চয়তা দূর করার একমাত্র উপায় তার মনোভাব জেনে নেওয়া। এজন্য আপনার জানাতে হবে নিজের ভালোবাসার কথা।

৪. চাপমুক্ত হওয়া : অপর পক্ষও হয়তো আপনাকে ভালোবাসে। কিন্তু আপনার মতো সেও হৃদয়ের কথাটি খুলে বলতে পারছে না। এখানে হয়তো আপনার মতো তার ওপরেও প্রবল মানসিক চাপ পড়েছে। আর এ পরিস্থিতিতে তার এ মানসিক চাপ কমানোর জন্য এগিয়ে যেতে পারেন আপনিও। তাকে পরিষ্কার করে বলে দিন- ‘আমি তোমাকে ভালোবাসি।’

৫. ভালোবাসা নিয়ম মানে না : পুরুষ কিংবা নারী উভয়কেই ভালেবাসার কথাটি বলার জন্য সঠিক সেই সময়টির অপেক্ষায় থাকতে হয়। আর এ বিষয়ে সঠিক সময় কোনটি হবে, সে বিষয়ে বহু মতামত পাওয়া যাবে। কিন্তু মূল বিষয়টি হলো নিয়ম বা অন্যের মতামত মেনে ভালোবাসা হয় না। তাই আপনার মনের ভাব প্রকাশ করতে দেরি করারও কোনো মানে হয় না। এক্ষেত্রে অপর পক্ষ এগিয়ে আসবে, এরপর আপনি বলবেন ইত্যাদি বিষয় অনেক দূরের। তাই ‘শুভ কাজে দেরি করতে নেই’ মেনে দ্রুত বলে ফেলুন- ‘আমি তোমাকে ভালোবাসি।’

৬. উদ্দেশ্য পরিষ্কার করুন : যখন দুইজন মানুষ একে অপরকে জানিয়ে দেয়- ‘ভালোবাসি’, তখন তাদের সম্পর্ক ভিন্ন একটি পর্যায়ে চলে যায়। আর এ পর্যায়টি আনার জন্য অবশ্যই প্রকাশ করতে হবে মনের কথাটি। অন্যথায় তা একটি জায়গায় আবদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যে আবদ্ধ জায়গায় থাকেনা কোনো পরিষ্কার উদ্দেশ্য।

৭. সুখের অনুভূতি : যখন আপনি মনের মানুষকে বলবেন- ‘আমি তোমাকে ভালোবাসি’, তখন সে তা গ্রহণ করবে কি না, তা নিয়ে এক অনিশ্চয়তা থাকে। আর এ অনিশ্চয়তাতেই রয়েছে রোমাঞ্চ। সে যদি বিষয়টি গ্রহণ করে এবং অনুরূপ মন্তব্য করে তাহলে তার কণ্ঠতেই সে অনুভূতি প্রকাশিত হবে। সব মিলিয়ে বিষয়টি সুখের অনুভূতি হিসেবেই হৃদয়ে বাসা বাঁধবে।

পড়ার পর আর দেরি করেন না। মোবাইলে বা সে যদি অনলাইনে থেকে থাকে তাহলে বার্তায় বলে ফেলুন 'আমি তোমাকে ভালোবাসি'।

২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে