বিনোদন ডেস্ক : অতঃপর নতুন খবর হলো নির্মাতা দীপংকর দীপনের পরিচালনায় নির্মিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ করার জন্য যুক্ত হয়েছেন মালয়েশিয়ান দুই অভিনেতা ও অভিনেত্রী। এরা হলেন একজন অভিনেত্রী সেলিনা সাইবি, অন্যজন অভিনেতা ফাহরিন আহমেদ।
এছাড়াও তাদের সাথে আরও যুক্ত হয়েছে ঢাকাই সিনেমার উদিয়মান চিত্রনায়ক শিপন মিত্র। তবে শিপন এ ছবিতে একজন অতিথি শিল্পী হিসেবে রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার থেকে মালয়েশিয়াতে শুরু হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ এর দ্বিতীয় লটের শুটিং। আর সেখান থেকেই নতুন যুক্ত হওয়া ওই তিনজন কাজ শুরু করবেন।
জানা গেছে, অভিনেত্রী সেলিনা সাইবি, ইতিমধ্যেই তার দেশের তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি কয়েকটি সিরিয়ালেও কাজ করছেন। অন্যদিকে ফাহরিন আহমেদ ২০০৫ সাল থেকে মালয়েশিয়ান চলচ্চিত্রে অভিনয় করছেন। পাশাপাশি অসংখ্য টেলিফিল্ম ও নাটকে তার দেখা মিলেছে।
পরিচালক দীপংকর দীপন জানিয়েছেন, ইতিমধ্যেই তার ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এখন মালয়েশিয়াতে শুটিং চলছে।এবারের লটে আরিফিন শুভ ও মাহিয়া মাহি ছাড়াও যুক্ত হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। এছাড়া মালয়েশিয়ান অভিনেত্রী সেলিনা সাইবি ও অভিনেতা ফাহরিন আহমেদকেও দেখা যাবে। দুজনই মালয়েশিয়ান পুলিশের ভূমিকায় অভিনয় করবেন।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন