শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ০৩:১০:৫৬

অভিনয়কে চিরবিদায় জানিয়ে আমেরিকায় চলে যাচ্ছেন সেই শ্রাবন্তী

অভিনয়কে চিরবিদায় জানিয়ে আমেরিকায় চলে যাচ্ছেন সেই শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : ‘রং নাম্বার’খ্যাত অভিনেত্রী শ্রাবন্তী বেশ কয়েক বছর ধরেই নাটক সিনেমা কিংবা মডেলিংয়ে নেই। বিয়ে করে তিনি এখন পুরো-দমে একজন সংসারী। ভালো আছেন স্বামী, সন্তান ও সংসার নিয়ে।

সর্বশেষ তাকে ২০১০ সালে নূরুল আলম আতিকের ‘ডালিম কুমার’ নাটকে দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি নতুন কোনো নাটকে। তবে এতদিন দর্শক এবং নির্মাতারা আশায় ছিলেন শ্রাবন্তী আবারও অভিনয়ে ফিরবেন।

তবে এবার আর সেই আশাতেও গুড়েবালি। কারণ শ্রাবন্তী ও তার স্বামী খোরশেদ আলম ইমিগ্রেন্ট নিয়ে আমেরিকায় স্থায়ী হতে আজ রাত নয়টার ফ্লাইটে সে দেশে চলে যাচ্ছেন। সঙ্গে শ্রাবন্তীর দুই কন্যা রাবিয়া আলম ও আরিশা আলমও যাচ্ছে।

আমেরিকাতে শ্রাবন্তীর বড় বোন সাবেরা আলম আছেন। শ্রাবন্তী প্রথম আমেরিকাতে গিয়ে মেরিল্যান্ডে বসবাস করবেন। তারপর হয়তো অন্য কোথাও স্থায়ী হবেন- এমনটাই নিশ্চিত করেছেন তিনি।

শ্রাবন্তী জানিয়েছেন, সত্যি বলতে কী জীবনের অর্ধেকটা সময়ই তো আসলে মিডিয়াতে কাজ করেছি, অভিনয় করেছি, বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছি। সুখে-দুঃখে মিডিয়ার মানুষদের সঙ্গেই সময় কেটেছে আমার। তাই প্রতি মুহূর্তে এই অঙ্গনটাকে খুব মিস করি এবং করবোও এটাও সত্যি।

তিনি বলেন, একজন নারীর পরিপূর্ণতা আসে সংসার জীবনে, তাই সেটাকে গুরুত্ব দিয়ে আমার দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমেরিকায় চলে যাচ্ছি। প্রত্যেক মানুষেরই জীবনে অনেক কিছু ইচ্ছে করে। কিন্তু সব সময় মানুষ তার ইচ্ছেমতো চলতে পারে না। আমার ভক্ত, দর্শক, সহকর্মী এবং আমার সাংবাদিক ভাইবোনদের বলছি-আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

খুব ছোটবেলা থেকেই অভিনয় এবং বিজ্ঞাপনে শ্রাবন্তীকে পাওয়া যায়। ছোটবেলায় আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘আমার দুধ মা’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। অন্যদিকে ছোটবেলায় ‘বেইলী কেডস’র বিজ্ঞাপনে প্রথম মডেল হন তিনি।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে