বিনোদন ডেস্ক : কলতা যাচ্ছেন ঢাকাই সিনেমার গ্লামার গার্ল পরীমনি। কিন্তু হঠাৎ করে তিনি ভারত যাচ্ছেন কেন! তাহলে কি ভারতীয় ছবিতে আগামীতে তাকে দেখা যাবে? এমন প্রশ্ন যখন অনেকর মাঝে উঁকিঝুকি মারছে, তখন পরীর মুখে রহস্যের হাসি।
তা পরীমসি কলকাতায় কেন যাচ্ছেন? এর কোন উত্তর তিনি অবশ্য দেননি। তিনি তার চোখে মুখে একটা রহস্যের হাসি উপহার দিয়ে জানিয়েছেন, ‘এখনই বলা যাবে না, সময়ই সবকিছু বলে দেবে। তবে কিছু একটা চমক তো থাকতেই পারে, তাই না!’
তবে যতই রহস্য করুন না কেন পরীমনি, কলকাতা যাচ্ছেন অভিনয়-সংক্রান্ত কাজেই। ভারতীয় চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কিছুটা ‘গোপনীয়তার নীতি’ অবলম্বন করলেও চলতি মাসের ভারত সফর ও সেখানে বেশ খানিকটা সময় অবস্থানের ব্যাপারে পরীমনি অস্বীকারও করছেন না।
কলকাতায় এ মাসের মাঝামাঝিতে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত নতুন ছবি ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হবে। এখানে ছবিটির প্রায় ৩০ শতাংশের মতো চিত্রায়ণ হবে।
স্বাভাবিকভাবেই ছবিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র শুভ্রাকেও এখানে হাজির থাকতে হবে, শুভ্রা মানেই পরীমনি। স্বপ্নজালে পরীমনির চরিত্রের নাম শুভ্রা! এবং পরীমনির ভাষ্য হলো, তিনি শুভ্রাকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন।
‘সত্যি বলতে কি, শুভ্রা চরিত্রকে যথার্থভাবে ফুটিয়ে তুলতে যতটুকু ত্যাগ স্বীকার করতে হয় আমি করব। কারণ এটি আমার জীবনের অন্যতম সেরা চরিত্র।’
নিজ থেকেই জানালেন পরীমনি— স্বপ্নজালের শুটিংয়ের আগে আরো একবার কলকাতা যাচ্ছেন তিনি। প্রশ্ন উঠতে পারে, তার এই যাওয়ার সঙ্গে স্বপ্নজালের কোনো সম্পর্ক নেই। তাহলে কলকাতায় কোন কাজে যাচ্ছেন পরীমনি?
এ প্রশ্নের পর তিনি আর রহস্য না ভেঙে পারলেন না— ১০ তারিখে তিনি কলকাতায় যাচ্ছেন একটা বড় কাজ শেষ করার জন্য। এতে সফল হলে হয়তো কলকাতায় তিনি আরো ব্যস্ত সময় পার করবেন। কাজেই বুদ্ধিমান পাঠক বাকিটা বুঝে নিন, পরীমনি জয়ার দেখানো পথেই হাঁটছেন কিনা!
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন