বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৩:৩২

অদ্ভুত জুতার গাছ!

অদ্ভুত জুতার গাছ!

এক্সক্লুসিভ ডেস্ক : অদ্ভুত ধরনের এক গাছ। গাছটির কাছে না গেলে আপনি বুঝতেই পারবেন না এটি আসলে কি গাছ। মজার ব্যাপার হলো, গাছটিতে শুধু ঝুলছে জুতা আর জুতা। অধিকাংশ মানুষ গাছটিকে ‘জুতার গাছ’ নামেই চেনেন।

কিন্তু গাছটির আসল নাম কটন উড ট্রি। অবশ্য এই নামে কেউ চেনেন না। সাধারণত এই গাছগুলোর উচ্চতা ৭০ ফুটের মধ্যে হয়ে থাকে।

আমেরিকার নেভাদা রাজ্যের দুটি শহর এলি ও রেনোর সংযোগ স্থাপনকারী হাইওয়ে ধরে চলতে গেলে চোখে পড়বে এই অদ্ভুত গাছটি। গাছটি দেখে যে কারোর নজর কাড়বে।

হঠাৎ গাছটি দেখে জুতার গাছ বলেই মনে হতে পারে। আসলে কিন্তু তা নয়। আর এটি মনে করলে ভুল হতে পারে। এর ডালপালা জুড়ে রয়েছে জুতা আর জুতা।

এক অজানা ধর্মবিশ্বাসে মানুষ বছরের পর বছর এই গাছে জুতা ঝুলিয়ে আসছে।

পর্যটকরা খুব কৌতূহল নিয়ে গাছটি দেখতে যান। এক মহিলা কোনো এক বিশেষ কারণে গাছটিতে প্রথম জুতা ঝুলান, এমন কথা শোনা যায়। পরে ধর্মবিশ্বাসে অন্যরাও জুতা ঝোলানো শুরু করেন। সেই থেকে আজো ঝুলছে জুতা।


২৩ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে