বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৩৫:৫১

অস্কার দৌড়ে এগিয়ে ভারতীয় যে ৮টি সিনেমা

অস্কার দৌড়ে এগিয়ে ভারতীয় যে ৮টি সিনেমা

বিনোদন ডেস্ক: আর কয়েকদিনের মধ্যেই ৮৮তম অস্কারে ভারতের পাঠানো ছবির তালিকা ঘোষণা করবে দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। অতীতে 'মাদার ইন্ডিয়া' (১৯৫৭), 'সালাম! বম্বে' (১৯৮৮) বা 'লগান' (২০০১)-এর মতো অস্কারের সেরা বিদেশি ছবির তালিকায় কি জায়গা পাবে ভারতের ছবি? উত্তেজনা, উদ্বেগ শুরু হয়ে গিয়েছে। কোন কোন ভারতীয় ছবি এ বছর অস্কারে পাঠাতে পারে ফিল্ম ফেডারেশন, তার একটি তালিকা রইল পাঠকদের জন্য।

১. বাজরঙ্গি ভাইজান : সালমন খান অভিনীত 'বাজরঙ্গি ভাইজান'-এর সাফল্যে ভর করে অস্কারের আশায় বুক বেঁধেছেন ফিল্মের পরিচালক কবীর খান। ছবিটিতে আপাদমস্তক ভারত-পাকিস্তান শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশু অভিনেতা হরশালি মালহোত্রার অনবদ্য অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। ছবির গানও হিট।

২. পিকু টক-মিষ্টি প্রেমের ছবি 'পিকু' চিত্রনাট্য, অভিনয়, স্টারকাস্ট-- সব দিক থেকেই দর্শকের মন জয় করে নেয়। সুজিত সরকারের এই ছবিতে বাঙালি মেয়ে ও বাবার মধুর সম্পর্ক মন ভালো করে দেয়। আর অমিতাভ বচ্চনের অনবদ্য অভিনয় তো রয়েইছে। দুর্দান্ত অভইনয় ইরফান খান ও দীপিকা পাডুকোনেরও।

৩. NH10 : চেনা দুষ্টু-মিষ্টি অনুষ্কাকে NH10-এ দেখাগিয়েছে একেবারে অন্য অবতারে। রুক্ষ, সাহসী ও শক্তিশালী একটি অভিনয়। বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলে অনুষ্কার NH10। কিন্তু অস্কারের মঞ্চে কি জায়গা হবে? অপেক্ষা আর কয়েক দিনের।

৪. বেবি :
নীরজ পান্ডের পরিচালনা। অক্ষয় কুমারের অভিনয় দক্ষতা। দুয়ের মিশেলে 'বেবি' ছবিটি এক কথায় দারুণ। ছবিতে বেশ কয়েকটি সিন বেশ রোমহর্ষক। এখন অস্কার-এ অফিসিয়াল এন্ট্রির অপেক্ষায়।

৫. মাসান কান : ফিল্ম ফেস্টিভ্যালে ইতোমধ্যেই দু'টি পুরস্কার জিতে নিয়েছে। বক্স অফিসে খুব একটা সাড়া না-ফেললেও দর্শকের একাংশের কাছে বেশ প্রশংসিত। অস্কার-এ যাবে কিনা, তা সময়ই বলবে।

৬. কিস্‌সা : ইরফান খান অভিনীত 'কিস্সা'-র টানটান চিত্রনাট্যে দর্শকরা মুগ্ধ। ইতোমধ্যেই টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত ছবিটি। অস্কার-এর অপেক্ষায়।

৭. লতিফ : প্রায় বছর খানেক আগেই তৈরি হয়ে গিয়েছিল 'লতিফ' ছবিটি। কিন্তু মুক্তি আটকে ছিল। নওয়াজউদ্দিন সিদ্দিকির অনবদ্য অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হলেও প্রচারের অভাবে বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এক মধ্যবিত্ত ব্যক্তির ডাক্তার হওয়ার স্বপ্ন ও পরে গ্রেপ্তার -- ছবিটি না দেখলে মিস করেছেন।

৮. হায়দার : সেক্সপিয়রের 'হ্যামলেট' থেকে অনুপ্রাণিত হয়েই বিশাল ভরদ্বাজের 'হায়দার'। শহিদ কাপুরের অসাধারণ পারফরম্যান্সে বলি দুনিয়া মুগ্ধ। ইতোমধ্যেই অনেকগুলি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে 'হায়দার'-এর ঝুলিতে। এবার কি অস্কারে? দেখা যাক।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে