বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৪২:৫৫

জল ঘোলার পর অবশেষে ছোটপর্দায় ফিরছেন সালমান

জল ঘোলার পর অবশেষে ছোটপর্দায় ফিরছেন সালমান

বিনোদন ডেস্ক : এর আগে বিস্তর জল ঘোলা হয়েছে ছোটপর্দার এই রিয়্যালিটি শো নিয়ে। কে থাকবেন আর কে থাকবেন না, তা নিয়ে জল্পনা-কল্পনা হয়েছে লাগামছেঁড়া। তবে সালমান খানকে ছাড়া যে ‘বিগ বস’ হবে না, সে ব্যাপারে নিশ্চিন্ত ছিলেন সবাই। খটকা ছিল কেবল একটা ব্যাপারে। কবে ছোটপর্দায় ফিরে আসছেন তিনি?

সে উত্তর পাওয়া গেল আজ। কালার্স টিভির সিইও রাজ নায়েক টুইট করে জানালেন, ১১ অক্টোবর ঠিক রাত ৯টায় ‘বিগ বস’ নিয়ে ছোট পর্দায় হাজির হচ্ছেন সালমান। জানা গিয়েছে ‘বিগ বস’-এর এ বারের সেট পড়েছে লোনাভালায়। ফলে ‘সুলতান’ ছবির জন্য একবার মুম্বাই, অন্য দিকে ‘বিগ বস’-এর জন্য আর একবার লোনাভালায় যাওয়া-আসা করতে হচ্ছে সলমনকে।

তা, এই ধকল পোষাবে তো? আগের বারের মতো মাঝ পথে যাতায়াতের ঝক্কি সামলাতে না পেরে শো ছেড়ে দেবেন না তো সালমান? সালমানের মুখপাত্র জানিয়েছেন, ‘সুলতান’ ছবির সেট পড়েছে যে এনডি স্টুডিওয়, সেখানে ‘বিগ বস’-এরও একটা সেট তৈরি করা হয়েছে। সালমানের সুযোগ-সুবিধে মতো সেখানেও কিছু শুটিং হবে!

২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে