বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১২:৩২

বেচারা রণবীর, হিটের জন্য ভরসা দীপিকা!

বেচারা রণবীর, হিটের জন্য ভরসা দীপিকা!

বিনোদন ডেস্ক : ছবির নাম ‘তামাশা’। অভিনেতা দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপূর সাবেক প্রেমিক-প্রেমিকা। ট্রেলার মুক্তি পেতেই সবাই দেখলেন, পর্দায় একে অপরকে নিবিড় ভাবে বার বার চুমু খাচ্ছেন দুই তারা! তার পরেও কি আর সেই অনুষ্ঠানে কোনও ‘তামাশা’ না হয়ে যায়!

তা, ‘তামাশা’ হল কী ভাবে?

আসলে ইদানীং রণবীর কাপূরের সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। অনেক দিন হয়ে গেল, বক্স অফিস উপচিয়ে প্রযোজকের ঘরে টাকা তুলে দেয়নি তার ছবি। নিন্দুকরাও তাই কথা শোনাতে ছাড়ছেন না। এই অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হল না। ইতিউতি উড়ে আসতে থাকল কথা, দীপিকার সঙ্গে জুটি বাঁধলে তবেই না কি রণবীরের ছবি সুপার হিট হয়। সাবেক এই প্রেমিকাই তার সৌভাগ্যলক্ষ্মী! এ বারেও যখন তিনি পুরনো প্রেমিকের হাত ধরেছেন, ছবি হিট হবেই!

দেখা গেল, শুটিংয়ের ফাঁকে ‘তামাশা’ ভালই শিখে নিয়েছেন রণবীর! প্রথমে যদিও একটু গম্ভীর হয়ে গিয়েছিলেন নায়ক। বলছিলেন, এ ভাবে না কি কেউ কারও সৌভাগ্য হিসেবে কাজ করতে পারে না! যাকে সবাই সৌভাগ্য বলছেন, সেটা আসলে দীপিকার পরিশ্রম! অবশ্য তার পরেই এক গাল হেসে বললেন তিনি, “আশা করি, দীপিকার সৌভাগ্যটা আমার ক্ষেত্রে কাজ করবে! তবে, আমারটা না আবার ওর ঘাড়ে চেপে বসে!”

আর দীপিকা? তাকেও নিশ্চয়ই কোণঠাসা করতে ছাড়েনি নিন্দুকরা?

ঠিক তাই! দীপিকার জন্য কৌতূহলটা ছিল দুই রণবীরকে নিয়ে। কপূর না সিংহ— কোন রণবীরের সঙ্গে তাঁর জুটিকে পয়মন্ত মনে করেন তিনি?

তার পর? কী বললেন নায়িকা?

এ কথা যখন রণবীরের কানে গেল, কী বললেন তিনি?

জবাবে কোনও রকম ‘তামাশা’-র পাশ দিয়েও গেলেন না দীপিকা। ছুড়ে দিলেন পাল্টা প্রশ্ন, “কোনও একজনকে বেছে নিতেই হবে?” এ কথা শুনে যখন চকচক করছে নিন্দুকদের চোখ আর মনে গোপন ‘তামাশা’— দুই রণবীরের কাউকেই হাতছাড়া করতে চাইছেন না দীপিকা, ঠিক তখনই বোমাটা ফাটালেন তিনি। কেটে কেটে জানালেন, সব ক্ষেত্রে এক হিসেব খাটে না। কেউ কারও সৌভাগ্যও হয় না।

রণবীর কাপূরের সঙ্গে তিনি যে ছবিগুলো করেছেন, সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা ছিল তার আর রণবীর সিংহর জুটির ছবি। ছবি হিট করার কৃতিত্বটা তাই এ দিন পরিচালককেই দিলেন নায়িকা। তার সাফ বক্তব্য, পরিচালক যত ভাল কাজ বের করে নিতে পারেন অভিনেতাদের কাছ থেকে, ছবি হিট করার সম্ভাবনাও তত বেড়ে যায়!

সে তারা যাই বলুন, নিন্দুকরা কিন্তু দমে যাচ্ছেন না! এত কিছুর পরেও তাদের একটাই সিদ্ধান্ত, সাবেক হলেও এখনও ভাবনা-চিন্তায়, বক্তব্যে কী মিল এই প্রেমিক-প্রেমিকার! কী সুন্দর গলায় গলা মিলিয়ে দু’জনেই বলছেন একই কথা!

২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে