বিনোদন ডেস্ক : নভেম্বর থেকে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে আবারো সিনেমার কাজ শুরু করছেন মাহিয়া মাহি। ‘অগ্নি টু’ সিনেমার পর দীর্ঘ আটমাস বিরতী দিয়ে তিনি আবার নতুন করে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ব্যস্ত হচ্ছেন।
চলচ্চিত্রে ফেরার প্রসঙ্গে মাহিয়া মাহি জানান, ‘‘ঢাকা অ্যাটাক’ ২৫ নভেম্বর থেকে শুটিং শুরু, শেষ হবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি। শুটিং শুরুর দুদিন আগে ধুমধাম করে এ ছবির মহরত করার কথা আছে। এই ছবিটির গল্প একেবারেই আলাদা। আমাকেও এ ছবির জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে’।
অগ্নি টু’ এর পর নতুন কোনো সিনেমার কাজে তাকে দেখা না যাওয়ার কারণ প্রসঙ্গে মাহি বলেন, ‘ইচ্ছা করেই কোনো কাজ হাতে নিইনি। মাঝখানে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে নিজের বোঝাপড়ার একটা ঝামেলা ছিল। সবকিছু মিলিয়ে একটু সময় হাতে নিয়েই কাজ করতে চেয়েছি। তবে এ সময়ের মধ্যে প্রচুর ছবির প্রস্তাব পেয়েছি। বেশির ছবির গল্পই ভালো লাগেনি। ছবির গল্প আর আমার সঠিক পারিশ্রমিক নিয়ে কোনো আপস করছি না’।
ছবির কাজে নিয়মিত হওয়া প্রসঙ্গে মাহি বলেছেন, ‘‘ঢাকা অ্যাটাক’ এর পরপরই আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান স্করপিয়ন ও কলকাতার পরিচালক অশোক পতির সঙ্গে মিলে যৌথ প্রযোজনায় ‘মায়ার বাঁধন’ নামে একটি ছবির কাজ শুরু করব। ছবিটি পরিচালনাও করছেন অশোক পতি। এভাবেই নিয়মিত কাজ শুরু হয়ে যাবে।
উল্লেখ্য ঈদে মাহি বড়পর্দায় না থাকলেও তিনি ছোটপর্দায় ঠিকই হাজির হচ্ছে। তিনটি ভিন্ন চ্যানেলের তিনটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এরমধ্যে দেশ টিভিতে ‘সিনে স্টার’ ও মাছরাঙা টিভিতে ‘স্টার নাইট’ নামের একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। আরটিভিতে ‘নাচিয়ে’ নামের একটি একক নাচের অনুষ্ঠান করেছেন তিনি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন