বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪০:০৭

এবার আইটেম গানে মোশাররফ করিম

এবার আইটেম গানে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দায় এত জনপ্রিয় হওয়ার পরও মোশারফ করিম ব্যাকআপ আর্টিস্ট! এমন একটি সংবাদ মোশারফ ভক্তদের জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ।

কি আর করা? গল্পের প্রয়োজনে তাকে ব্যাকাআপ আর্টিস্ট হতেই হলো। তবে মজার বিষয় হলো মোশারফ করিম এবারই প্রথম কোনো আইটেম গানে পরফর্ম করছেন। তবে সেটা ব্যাকআপ আর্টিস্ট হিসেবে। আর এমনটি ঘটিয়েছেন নির্মাতা আবুল হায়াত মাহমুদ।

পলাশ মাহবুবের রচনায় এ নির্মাতা নির্মাণ করেছেন ‘ব্যাকআপ আর্টিস্ট’ শিরোনামে একটি নাটক। আর সেই নাটকটির ব্যাকআপ আর্টিস্টই হচ্ছেন মোশারফ করিম।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশারফ করিমকে। তারই অংশ হিসেবে নাটকটির একটি আইটেম গানে অভিনয় করলেন এ তারকা।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বললেন, 'ব্যাকআপ আর্টিস্ট' নাটকের গল্প ভিন্নধর্মী। এতে আমি একজন ব্যাকআপ আর্টিস্টের চরিত্রে অভিনয় করেছি। আর আইটেম গানে অংশ নেয়া তারই একটি অংশ।'

এ নাটকে আরো অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, জুঁই করিম, মৌসুমী সরকার, পাভেল প্রমুখ। নাটকটি ঈদের তৃতীয় দিন বিকাল ৩টায় বৈশাখী টেলিভিশনে প্রচার হবে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে