বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪১:৩০

হুমায়ূন আহমেদের সিনেমায় মাহি

হুমায়ূন আহমেদের সিনেমায় মাহি

বিনোদন ডেস্ক : নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প নিয়ে নির্মাণ হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করবে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন।

বুধবার ছবিটির ‘কৃষ্ণপক্ষ’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। ঘোষণা করা হয়েছে ছবিটির মুল পাত্র-পাত্রীর নাম। এরা হলেন চিত্রনায়ক রিয়াজ ও নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি। রিয়াজ এর আগে কাজ করলেও হুমায়ূন আহমেদের গল্পে এবারই প্রথম অভিনয় করবেন মাহি।

শাওন বলেন, ‘আসলে সাগর ভাই (ফরিদুর রেজা সাগর) মঙ্গলবার হঠাৎ করেই এ ছবির ভাবনার কথা বলেন। আর আমারও মনে হলো হুমায়ূন আহমেদকে সম্মান জানানোর জন্য তার জন্মদিনটিই বেছে নেওয়া উত্তম। তাই ১৩ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। আর অক্টোবর থেকে এর দৃশ্যধারণ শুরু হবে।’

জানা গেছে, ছবিটির সব শিল্পী এখনও চূড়ান্ত হয়নি।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে