বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০১:৩৪

আপনিও আড্ডা দিতে পারবেন আলোচিত সেই ফারিয়ার সাথে

আপনিও আড্ডা দিতে পারবেন আলোচিত সেই ফারিয়ার সাথে

বিনোদন ডেস্ক : তারকাদের সাথে আড্ডা কে না দিতে চায়? তারকাদের সাথে সরাসরি হোক বা ফোনে, যেভাবেই হোক একটু কথা বলতে পারাটাই চরম আনন্দের। আর সেটা যদি হয় ঈদে? তাহলে তো আনন্দের সীমা না থাকারই কথা।

এবার সেই আনন্দের মাত্রা বাড়িয়ে দিবে সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। এবারের ঈদে ভক্ত ও শ্রোতাদের সঙ্গে আড্ডা দিবেন এ নায়িকা।

সরাসরি সম্প্রচারিতব্য একটি এফএম রেডিওতে অতিথি হিসেবেই উপস্থিত হচ্ছেন তিনি।

বদরুল হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের তৃতীয় দিন রেডিও ধ্বনি ৯১.২ এফএম-এ বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সরাসরি সম্প্রচার হবে। অনুষ্ঠান সম্প্রচারের সময় এই তারকার সঙ্গে আপনিও কথা বলতে পারবেন।

অনুষ্ঠান সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, এ আয়োজনে তিনি তার সাম্প্রতিক কাজ এবং ঈদ উদাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি শ্রোতা-ভক্তদের সঙ্গে লাইভে কথাও বলবেন তিনি।

মিডিয়াতে নুসরাত ফারিয়া একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে অভিষেক হলেও একজন উপস্থাপিকা হিসেবে তিনি ছোটপর্দায় বেশ গ্রহণযোগ্যতা পান।

এ বছরের এপ্রিলে ঢাকার একটি পাঁচতারা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয় ফারিয়ার। এরপর থেকেই নিজের প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

গ্রুমিং, নাচের প্রশিক্ষণ, অভিনয়ের প্রশিক্ষণ—সব মিলিয়ে ছবির জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে তাকে। ঢাকার আব্দুল আজিজ এবং কলকাতার পরিচালক অশোক পতির পরিচালনায় এই ছবিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ। এই ঈদে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ভারত ও বাংলাদেশে।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে