বিনোদন ডেস্ক : ১৯৯৩ মুম্বই বিস্ফোরণে অস্ত্র মামালায় অভিযুক্ত সঞ্জয় দত্তের ক্ষমার আবেদন খারিজ করলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি মার্কণ্ডেয় কাটজু বলিউডের বিখ্যাত এই অভিনেতার হয়ে দোষ ক্ষমা করার আবেদন জানিয়েছিলেন।
সেই আবেদন খারিজ করে মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও জানিয়ে দেন, সুপ্রিম কোর্ট সঞ্জয় দত্তকে দোষী সাব্যস্ত করেছে। এমন অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হলে সমাজের কাছে খারাপ নজির হয়ে থাকবে।
২০১৩ সালে ৫৬ বছরের সঞ্জয় দত্তকে বেআইনি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করে। ২০০৭ সালে তাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ১৮ মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান সঞ্জয়।
২০১৩ সালের পর ফের পুণের জেলে ফেরেন বলিউডের মুন্নাভাই। মাঝেমাঝেই প্যারোলে মুক্তির ঘটনায় নিয়ে বিতর্কে জড়াচ্ছেন সঞ্জয়। ২০১৩ সাল থেকে ২০১৪ পর্যন্ত ১১৮ দিন জেলের বাইরে ছিলেন। আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা সঞ্জয়ের।
২৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন