শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২২:৪৪

বলিউড তারকাদের বাড়ি ডেঙ্গু মশার আড়ত

বলিউড তারকাদের বাড়ি ডেঙ্গু মশার আড়ত

বিনোদন ডেস্ক : মহারাষ্ট্রের মুম্বাই সিটি কর্পোরেশনের নোটিস পৌঁছলো তিন বলিউড তারকার বাড়ি। ওই তিন তারকা অর্থাৎ জিতেন্দ্র, অনিল কাপূর এবং জুহি চাওলা আর গায়ক অমিত কুমারের জুহু শহরতলি এবং মালাবার হিল এলাকার বাড়িতে হানা দিয়ে বৃহন্মুম্বাই  সিটি কর্পোরেশনের (বিএমসি) কর্মীরা ডেঙ্গুর মশার লার্ভা খুঁজে পেয়েছেন।

বিএমসি অফিসার রঞ্জন নারিনগ্রেকর জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ইদানীং পরীক্ষা চালাচ্ছেন বিএমসি কর্মীরা। গত কাল তাতেই ওই সেলিব্রিটিদের বাংলোয় ডেঙ্গুর মশারলার্ভা পাওয়া যায়। অনিল কাপূরের বাড়ি লাগোয়া চত্বরে একটি ত্রিপলে মেলে ওই লার্ভা। জিতেন্দ্র বাংলোর বাগানে ওই মশার লার্ভা মেলে। ডেঙ্গি মশার বাড়বাড়ন্ত ঠেকাতে তারা কেন কোনও পদক্ষেপ করেননি, নোটিস দিয়ে তা জানতে চেয়েছে বিএমসি। অমিতকুমারকে আপাতত সতর্ক করা হয়েছে। বাকিদের ২-১০ হাজার পর্যন্ত অর্থ জরিমানা করা হতে পারে।

যদিও জুহি চাওলার মুখপাত্রের দাবি, তিন সপ্তাহ আগে বিএমসি অফিসাররা সেখানে দিয়ে ফুল রাখার জলে ভরা একটি বিশাল নকশাকাটা পাত্র দেখে ওটা সরিয়ে দিতে বলেন। ওদের মনে হয়েছিল, ওই পাত্রের জলে মশার লার্ভা জন্মাতে পারে। জুহির মুখপাত্র বলেছেন, বিএমসির নির্দেশমতো অফিসারদের সামনেই ওই পাত্র সরিয়ে দেওয়া হয়। তার পরেও কয়েক বার বিএমসি থেকে লোকজন এসে পরিস্থিতি দেখে গিয়েছেন। কিছুই পাওয়া যায়নি। তার পরেও এই নোটিসের কী কারণ, বোঝা যাচ্ছে না।

জিতেন্দ্র-অনিল-জুহি ছাড়াও অমিতাভ বচ্চনের চারটি বাংলো, শাবানা আজমি, মহেশ ভাট্ট, শিল্পা শেট্টির বাড়িতেও গিয়েছিলেন বিএমসি কর্মীরা। এরা প্রত্যেকেই আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ করেছেন বলে দাবি বিএমসি-র। ডেঙ্গু নিয়ন্ত্রণে কী করা হচ্ছে, তা নিয়ে দিল্লির আপ সরকারও হাইকোর্টের কাছে শুক্রবার ব্যাখ্যা দিয়েছে। তারা বক্তব্য, দিল্লির তিনটি পুরনিগমগকে অন্তত ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে সরকারের তরফে।

ডেঙ্গিতে আক্রান্ত বছর ২১-এর ভাইকে হারিয়ে শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডার দ্বারস্থ হন এক মহিলা। অভিযোগ, এইমসে ভর্তি করা হলেও চিকিৎসা যথাযথ ভাবে হয়নি বলে ভাইকে হারাতে হল। আর কাউকে যাতে এই পরিস্থিতির মুখে পড়তে না হয়— স্বাস্থ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় দু’দিনের মধ্যে এইমসের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন নড্ডা।

২৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে