বিনোদন ডেস্ক : বলিডে সুপার স্টার আমির খানের প্রেমে পড়েছেন বিতর্কীত অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি এমন কথাই তিনি জানিয়েছিলেন টুইট করে।
এদিকে সানি লিওনের সেই প্রেমে সাড়া দিলেন আমির খানও। টুইটারে আমির খান জানিয়েছেন, ‘ধন্যবাদ সানি। তুমি খুব দয়ালু। তোমার জন্যও ভালোবাসা রইল’।
স্ন্যাপডিলের বিজ্ঞাপনে আমির খানকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সানি। তার আসন্ন ছবি 'দঙ্গল'এর জন্য আপাতত ওজন বাড়িয়েছেন আমির। তার ওজন এখন ৯৫ কিলোগ্রাম। তাতে কী! এই মোটা আমিরকেই মনে ধরেছিল সানির। তাই তিনি টুইট করেছিলেন, ‘আমির তোমাকে স্ন্যাপডিলের বিজ্ঞাপনে দেখলাম। মোটে অর নট, ইউ স্টিল হট’।
যদিও 'দঙ্গল' এর জন্য ওজন বাড়িয়ে বেশ কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে আমিরের। তবুও ছবির প্রতি বরাবরই তার ডেডিকেশন দেখার মতো। আর এই চেহারাতেও তাকে 'হট' বলেছেন সানি। তারই পাল্টা টুইটে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে আপাতত সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন আমির খান।
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন