বিনোদন ডেস্ক : কঙ্কনা সেনশর্মা ও রণবীর শোরের বিবাহ বিচ্ছেদ নিয়ে কয়েকদিন ধরেই শোরগোল পড়ে গেছে বলিউডে। বিয়ে হোক বা বিবাহ বিচ্ছেদ, দু’টোই ব্যক্তিগত বিষয়।
তা হলে রণবীর শোরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর কেন টুইটারে দিলেন কঙ্গনা? আসলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এক সময় এত নেগেটিভ লেখা হয়েছে, একদম ভালো লাগতো না সে সব। তাই বাধ্য হয়েই এ সিদ্ধান্তটা জানানোর জন্য টুইটারের মতো পাবলিক ফোরামকে বেছে নিলাম, বললেন কঙ্কনা।
কিন্তু কেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারা। তার কারণ নিয়ে কঙ্কনা মুখ না খুললেও তার ঘনিষ্ঠ সূত্রের খবর, ক্যারিয়ারে টানাপড়েন নিয়েই কঙ্কনা-রণবীরের সমস্যা শুরু। রণবীরের তুলনায় সফল ক্যারিয়ার কঙ্কনার।
সেই ইগো সমস্যাই চলে আসে তাদের ব্যক্তিগত জীবনে। সে কারণেই বিবাহ বিচ্ছেদ। তবে কঙ্কনা জানিয়েছেন, কাজের প্রয়োজনেই বাড়ি থেকে অনেকটা সময় দূরে থাকতে হত তাকে। সেটাও কোথাও সমস্যা তৈরি করেছিল বলেই মনে করেন কঙ্কনার ঘনিষ্ঠ মহল।
২০০৭ সাল থেকে সম্পর্কের শুরু বলিউডের দুই অন্যধারার অভিনেতা–অভিনেত্রীর। ২০১০ সালে বিয়ে, একবছরের মধ্যেই সন্তান হারুনের জন্ম। অনেকেই বলতেন, এ প্রজন্মের আদর্শ দম্পতি তারা। বলিউডের কেচ্ছায় কোনোদিনই নাম শোনা যায়নি তাদের।
ছবিটা পাল্টায় শেষ কয়েক মাসে। ‘গৌরহরি দাস্তানের’ প্রোমোশনে ‘কোকো’ অনুপস্থিত, বেশ কয়েকটি অনুষ্ঠানে একলা এলেন রণবীর শোরে। গুজব রটে, দুজনেই একটু এড়িয়ে চলতে শুরু করেছেন দুজনকে। সমস্যা এতটাই গভীর হয় যে, শেষ কয়েকদিন নাকি একা থাকতেও শুরু করেছিলেন কঙ্কনা।
সে খবর অবশ্য বাইরে আসেনি। সাংবাদিকরা কঙ্কনার ব্যাপারে প্রশ্ন করলে মুচকি হেসে এড়িয়ে গেছেন রণবীরও। কিন্তু কতদিন আর। টুইট শুধু বলেছিলেন, দুজনেই বন্ধু থাকবেন ভবিষ্যতে। একমাত্র সন্তান হারুনের যৌথ অভিভাবকত্বে থেকে দায়িত্বও সামলাবেন মন দিয়ে।
২৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম