চাঁদপুর: চাঁদপুরের ৫টি আসনে নির্বাচন করছেন ৩৫ জন প্রার্থী। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫৪ জন প্রার্থীর মধ্যে ১০ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন এবং দলের চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় ৯ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার করেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৩ আসনে নাগরিক ঐক্যের নেতা বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ফজলুল হক সরকার, গণফোরামের অ্যাডভোকেট সেলিম আকবর ও জাপা (কাজী জাফর) এসএমএম আলম, ইসলামি ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন, চাঁদপুর-৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কেএম রফিকুল ইসলাম, গণফোরামের ড. মো. শাহজাহান, চাঁদপুর-৫ আসনের এলডিপি নেতা বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ড. নেয়ামূল বশির, জাতীয়পার্টির খোরশেদ আলম খুশু, জাসদ (ইনু) মনির হোসেন মজুমদার। এছাড়া দলের চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দের চিঠি না পাওয়ায় আরও ৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
চাঁদপুরের ৫টি আসনে নির্বাচন করছেন যারা :
চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ড. মহীউদ্দীন খান আলমগীর, বিএনপির মোশারফ হোসেন, জাতীয় পার্টির এমদাদুল হক রুমন, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক একেএম শহীদুল ইসলাম, ইসলামী ফ্রন্টের নূরুল আলম মজুমদার, ইসলামী আন্দোলনের জোবায়ের আহমেদ।
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন রুহুল, বিএনপির ড. জালাল উদ্দিন, জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, ইসলামী আন্দোলনের আফসার উদ্দিন, ইসলামী ঐক্যজোটের মো. মনির হোসেন চৌধুরী, মুসলিম লীগের নুরুল আমিন লিটন।
চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. দীপু মনি, বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক, ইসলামী আন্দোলনের মো. জয়নাল আবেদীন শেখ, জাকের পার্টির দেওয়ান কামরুন্নেসা, বাসদের শাহজাহান তালুকদার, বাংলাদেশ বিপ্ল¬বি ওয়ার্কাস পার্টির মো. আজিজুর রহমান, তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান।
চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান, বিএনপির এম এ হান্নান, জাতীয় পার্টির মাঈনুল ইসলাম, ইসলামী আন্দোলনের মুকবুল হোসেন, ইসলামী ফ্রন্টের গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, জাকের পার্টির বাচ্চু মিয়া ভাষানী, বাসদের আনিসুজ্জামান ভূঁইয়া, ন্যাপ-এর দেলওয়ার হোসেন পাটওয়ারী, মুসলিম লীগের মাহবুবুর রহমান ভূঁইয়া।
চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, বিএনপির ইঞ্জি. মমিনুল হক, ইসলামিক ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, ইসলামী ফ্রন্টের আবু সুফিয়ান আল কাদেরী, ইসলামী আন্দোলনের শাহাদাত হোসেন, জাকের পার্টির ওবায়েদ মোল্লা।
এর আগে চাঁদপুরের ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করা ৫৯ জনের মধ্যে ৫১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা করেন রিটার্নিং অফিসার। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করলে ৩ জন প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।