সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৭:১৭:৪১

রাজমিস্ত্রী যখন ডাক্তার!

রাজমিস্ত্রী যখন ডাক্তার!

ঢাকা : ভুয়া এক ডাক্তারের ভুল চিকিৎসায় মনতাজুল ইসলাম (৩১) নামে মশক নিবারণ দপ্তরের এক কর্মী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  সোমবার সকালে সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লার মন্ডল ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ঢাকা মশক নিবারণ দপ্তরে চাকরি করতেন।  ঘটনার পর নিহতের মরদেহ নিয়ে স্থানীয়রা ওই ফার্মেসির সামনে অবস্থান নেয়।

অভিযুক্ত ডাক্তার কিছুদিন আগেও রাজমিস্ত্রীর কাজ করতেন বলে স্থানীয়রা জানান।  ঘটনার পর ভুয়া ডাক্তার ফার্মেসিতে তালা ঝুলিয়ে পালিয়েছেন।  

এ ঘটনার পর ওই ভুয়া ডাক্তারের গ্রেফতারের দাবিতে উত্তর রাজাশন এলাকায় বিক্ষোভ করে এলাকাবাসী।

নিহতের বাবা মোজাহার আলী বলেন, পরিবারের সদস্যদের নিয়ে তিনি সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় সলু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে তার ছেলে মনতাজুল ইসলামের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়।  এ সময় তারা মনতাজুলকে বাড়ির পাশে মন্ডল ফার্মেসিতে নিয়ে গেলে ডাক্তার তার ছেলের শরীরে ইনজেকশন পুশ করেন এবং কিছু ব্যথার ওষুধ খাওয়ার জন্য দেন।

তিনি বলেন, ব্যথার ওষুধ খাওয়ার পর ছেলেকে বাড়ি নিয়ে আসে পরিবারের সদস্যরা।  এর এক ঘন্টা পর আবারো বুকে প্রচণ্ড যন্ত্রনা শুরু হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মোজাহার আলী বলেন, পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেন।  নিহতের পরিবার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ না নিয়েই ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন।

এদিকে বাড়িতে আসার পর আবারো আগের চিকিৎসকের দেয়া ওষুধ সেবন করাতে থাকলে রোববার সকালে পুনরায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যুবকের মৃত্যু হয়।  খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতের বাবা মোজাহার বলেন, তার ছেলে সম্পূর্ণ সুস্থ ছিল।  ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, শহিদুল ইসলাম একজন রাজমিস্ত্রী ছিলেন।  গত কয়েক মাস আগে সে উত্তর রাজাশন এলাকায় ফার্মেসি চালু করে ডাক্তারি শুরু করেন।

এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আমজাদ হোসেন বলেন, রাজমিন্ত্রী কীভাবে ডাক্তার হয় আমার জানা নেই।  বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বাংলাদেশ ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাভার উপজেলার সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, মন্ডল ফার্মেসির মালিক শহিদুল ইাসলামের কোনো ড্রাগ লাইসেন্স নেই।  তিনি কোনো এমবিবিএস ডাক্তারও না।  ইনজেকশন পুশ করার এখতিয়ার নেই তার।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, তদন্ত করে ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
২২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে