ঢাকা : বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ী বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। সাক্কুর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাক্কুকে বিএনপি চেয়ারপারসন টেলিফোন করেন বলে জানান দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
এসময় ধানের শীষে ভোট দিয়ে সাক্কুকে ফের মেয়র হিসেবে বিজয়ী করায় জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের জনগণ ও ভোটারদেরও অভিনন্দন জানিয়েছেন খালেদা জিয়া।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় কুসিক নির্বাচনে কর্তব্যরত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
এছাড়া নানা প্রতিকূলতার মধ্যেও প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলটির চেয়ারপারসন।
নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১ হাজার ৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন সাক্কু। মোট ১০৩টির মধ্যে ঘোষিত ১০১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী পেয়েছেন ৬৮,৯৪৮ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৫৭,৮৬৩ ভোট।
৩০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস