শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭, ০৮:৫০:১৪

র‌্যাবের গোয়েন্দা প্রধান আজাদের মৃত্যু একটি দুর্ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের গোয়েন্দা প্রধান আজাদের মৃত্যু একটি দুর্ঘটনা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : সিলেটে শিববাড়ির পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণের কারণে নিহত র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফট্যানেন্ট কর্নেল আবুল কালাম আজাদের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার র‌্যাবের সদর দফতরে আজাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ‘র‌্যাবের গোয়েন্দা প্রধানের মৃত্যুকে আমরা দুর্ঘটনাই মনে করছি। কারণ জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীর আড়ালে-আবডালে বোমা রেখে গিয়েছিল।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের জন্য আমাদের একজন দেশপ্রেমিক অফিসার প্রাণ দিয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা করছে। কোনও কোনও সময় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আত্মাহুতি পর্যন্ত দিতে হচ্ছে। কখনও কখনও তারা আহত হচ্ছেন। যারা আত্মাহুতি দিয়েছেন তাদের পরিবারের প্রতি সরকারের দৃষ্টি রয়েছে। তাদের জন্য যা যা করার সরকারের পক্ষ থেকে সব করা হবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘আপনারা দেখছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদেশে একজোট হয়ে জঙ্গিদের মোকাবিলা করছে। সব জায়গায় জনগণ তাদের সহযোগিতা করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসী ও জঙ্গিদের অচিরেই আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো আশা করি।’

লে. কর্নেল আবুল কালাম আজাদের প্রতি এদিন বিকাল ৩টায় আরও শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদসহ বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসাররা।
৩১ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে