রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ১১:৩৬:৪৪

স্মার্টফোন নিয়ে প্রশ্ন আনতে যাওয়া সেই তিন শিক্ষক পুলিশে

স্মার্টফোন নিয়ে প্রশ্ন আনতে যাওয়া সেই তিন শিক্ষক পুলিশে

ঢাকা: প্রশ্নপত্র আনতে যাওযার সময় স্মার্টফোন সঙ্গে নিয়ে যাওয়া তিনজন শিক্ষককে পুলিশে দেওয়া হয়েছে। ওই তিনজন হলেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রশিদ, টিঅ্যান্ডটি কলেজের প্রভাষক নাইমা নাসরিন ও প্রভাষক মাহবুবুর রহমান। রবিবার ঢাকা কলেজ কেন্দ্রে পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানিয়েছেন।

এর আগে রবিবার সকালে ওই তিন শিক্ষক স্মার্টফোন ফোন নিয়ে প্রশ্ন আনতে যান। এসময় তাদের ফোনগুলো জব্দ করে প্রশ্নপত্র দেন ঢাকা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রলার অদৈত্য কুমার রায়।  কেন্দ্র সচিবের প্রতিনিধি হিসেবে ওই তিন শিক্ষক ঢাকা ট্রেজারি থেকে প্রশ্নপত্র আনতে গিয়েছিলেন।

ডেপুটি কন্ট্রলার বলেন, ‘কোনও কেন্দ্র সচিবের প্রতিনিধির কাছে যোগাযোগ করার জন্য মোবাইল ফোন থাকবে, ছবি তোলা যায় এমন ফোন থাকার কথা নয়। কিন্তু ওই তিন শিক্ষকের কাছে স্মার্ট ফোন ছিল। কিন্তু তারা স্মার্ট ফোন নিয়ে আসায় সেগুলে আমি অফিসে রেখে দিয়ে তাদেরকে প্রশ্নপত্র দিয়েছি।’

ওই তিন শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিয়মানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পরে ওই তিন শিক্ষককে এরই মধ্যে পুলিশে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ওই তিন শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে রবিবার সকাল ১০টা থেকেই সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বাংলা প্রথম প্রত্রের পরীক্ষা হচ্ছে।
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে