রবিবার, ০২ এপ্রিল, ২০১৭, ০১:৫৭:১০

জঙ্গিবাদের নামে একের পর এক নাটক হচ্ছে: রিজভী

 জঙ্গিবাদের নামে একের পর এক নাটক হচ্ছে: রিজভী

নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার জন্যই দেশে জঙ্গিবাদের নামে একের পর এক নাটক সাজানো হচ্ছে, বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে সরকারের নাটকীয়তা জনগণের কাছে জিজ্ঞাসাতে পরিণত হয়েছে। জঙ্গিবাদকে জনগণ বিশ্বাস করে না। জঙ্গিবাদের আস্তানা নিয়েও মানুষের সন্দেহ আছে। জনগণের দৃষ্টি প্রতিরক্ষা চুক্তির দিকে না নিয়ে অন্য দিকে নেওয়ার জন্যই জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে।’ ভারতের সঙ্গে চুক্তি করে সরকার রাষ্ট্রের জানাজা প্রস্তুত করছে, বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামে ছাত্রদলের নেতার হত্যাকে কেন্দ্র করে রিজভী বলেন, ‘বন্দুকযুদ্ধের নামে হত্যার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সরাসরি জড়িত। নিহত নেতার লাশ নিতে দলের সিনিয়র নেতারা গেলে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক মনির হোসেন প্রমুখ।
২ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে