বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৪:৫০

মার্কিন দূতাবাস ঘেরাও করতে জড়ো হচ্ছেন হেফাজত কর্মীরা

মার্কিন দূতাবাস ঘেরাও করতে জড়ো হচ্ছেন হেফাজত কর্মীরা

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলাম আজ বুধবার মার্কিন দূতাবাস ঘেরাও করবে। এজন্য সকাল ১০টার থেকেই  বায়তুল মুকাররমের উত্তর গেটে থেকে জড়ো হচ্ছে সংগঠনের নেতাকর্মীরা।

বায়তুল মুকাররমে জড়ো হয়েছেন হেফাজতের নেতাকর্মীরা, মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে যাওয়ার আগে বায়তুল মুকাররমের উত্তর গেটে তারা সমাবেশ করছে।

কর্মসূচি প্রসঙ্গে হেফাজতের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, ‘সমাবেশ শেষে  মিছিল নিয়ে পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক, রামপুরা হয়ে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা শুরু হবে। ঘেরাও শেষে দূতাবাসে হেফাজতের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে