শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯, ০৭:৩৩:৪২

'চকবাজারে কোনও ট্রান্সফরমার বিস্ফোরিত হয়নি'

'চকবাজারে কোনও ট্রান্সফরমার বিস্ফোরিত হয়নি'

নিউজ ডেস্ক: অক্ষত ট্রান্সফরমার চকবাজারে আগুন লাগার কারণ হিসেবে অনেকেই ট্রান্সফরমার বিস্ফোরণের কথা বলছেন। তবে বুধবার রাতে সেখানে কোনও ট্রান্সফরমার বিস্ফোরিত হয়নি। আগুনের কারণেই তিনটি বিদ্যুতের খুঁটি ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান এসব কথা জানিয়েছেন।

চকবাজারের ঘটনায় ডিপিডিসি’র পক্ষ থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা হলেন লালবাগ জোনের দায়িত্বে থাকা প্রকৌশলী সারোয়ার কায়নাত ও প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম মুকুল। তারা আগামীকালের (শনিবার) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

অক্ষত ট্রান্সফরমার বিকাশ দেওয়ান বলেন, ‘চুড়িহাট্টা মোড়ের আগুনের ঘটনায় কোনও ট্রান্সফরমার বিস্ফোরিত হয়নি। তবে বিদ্যুতের তিনটি খুঁটি,  চার স্পেন (এক খুঁটি থেকে অন্য খুঁটি পর্যন্ত এক স্পেন) এলটি তার (.৪১৫ কেভি লো ভোল্টেজ তার) এবং ৫ স্পেন এরিয়াল বান্ডেল ক্যাবল নষ্ট হয়েছে।এগুলো বদলাতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে