নিউজ ডেস্ক: আজ শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ম্যানহোলের ভেতরে থাকা লাইনের লিকেজ থেকে বের হতে থাকা গ্যাসে আগুন লেগে যায়। জানা যায়, রাজধানীর জুরাইনের আইজি গেট এলাকায় গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যানহোলের ভেতরে গ্যাসের লাইনে লিকেজ আছে। আগে থেকেই ওই জায়গা দিয়ে গরম বাতাস বের হতো। গ্যাসের গন্ধও পাওয়া যেতো। সন্ধ্যায় ওখানে হঠাৎ করে আগুন লেগে যায়। এক পর্যায়ে বিকট শব্দে আগুন এক তলা পর্যন্ত উঁচু হয়ে যায়।
এ সময় অন্তু নামে স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, ‘আগুন লাগার পর স্থানীয়রা মিলে বালি দিয়ে গ্যাস বের হওয়ার জায়গা বন্ধ করে দেই। তবে ওই জায়গা দিয়ে গ্যাস বন্ধ হলেও ম্যানহোলের বিভিন্ন জায়গা দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে।’
এদিকে গ্যাস বের হওয়ার কারণে আতঙ্কিত হয়ে অনেকেই বাসা এলাকা ছেড়ে আশপাশে আত্মীয়র বাড়িতে চলে গেছেন বলেও জানান অন্তু।
এদিকে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশন থেকে দেলোয়ার হোসেন নামে একজন ফায়াসার্ভিসকর্মী টেলিফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তারা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবেই আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্টেশনে ফিরে আসেন।
এদিকে লাইনের লিকেজ থেকে গ্যাস বের হওয়া অব্যাহত থাকায় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো গ্যাস কোম্পানির বিষয়। পুরাতন লাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লিকেজ হয়। এটাও তেমনই ঘটনা।’