নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ ঘণ্টা অজুসহ পবিত্র অবস্থায় থাকেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সাথে সাথে কুরআন তেলাওয়াত করা তার প্রধান কাজ বলে জানিয়েছেন শেখ ফজলে নূর তাপস এমপি।
শুক্রবার (০১ মার্চ) বিকেল ৩ ঘটিকার সময় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ইমাম-ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত ও ইসলামী মহাসম্মেলনে তিনি এ কথা জানান।
সংগঠনের মহাসচিব ক্বারী লিয়াকত হোসাইনের উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। কলাবাগান ১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। জি.এম.এস কম্পোজিট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ গোলাম মোস্তফা। আব্দুল মোনেম গ্রুপের ডি.এম.ডি মাঈন উদ্দিন মোনেম। তেপান্তর গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ এরশাদুল্লাহ চৌধুরী। সারা বিল্ডার্স ও সারা পয়েন্ট লিমিটেডের চেয়ারম্যান এ.কে.এম ওয়াহিদুর রহমান প্রমুখ।
এছাড়া সম্মলনে দেশ বরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অন্যান্য আমন্ত্রিত ওলামা-মাশায়েখদের মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের মহাসচিব আব্দুল কুদ্দুস। পীর সাহেব চরমোনাইয়ের আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ আরো অনেকে বক্তব্য পেশ করেন।