নিউজ ডেস্ক : রাজধানির উত্তরায় অবস্থিত , কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাচ্ছেন মাত্র ১০ টাকায় উন্নত মানের চিকিৎসা। “কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, যেখানে মাত্র ১০ টাকায় সকল বিশেষজ্ঞ চিকিৎসা দেওয়া হয় এবং সকল প্রকার ওষুধ বিনামুল্যে প্রদান করা হয়।
লাখ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে যে চিকিৎসা নিতে হতো তা এখন দেশেই মাত্র ১০ টাকায় মিলছে। রাজধানির উত্তরা অাজমপুর রাজউক স্কুল এন্ড কলেজের পিছনে অবস্থিত “কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল” উন্নত দেশের ন্যায় অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও অবকাঠামোগত ভাবে গড়ে ওঠা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল অপারেশন থিয়েটার, পরীক্ষা-নিরীক্ষা বিভাগ, আইসিইউ, ওয়ার্ড, কেবিন, বহির্বিভাগ ও জরুরি বিভাগসহ অন্তত ২২টির মতো বিভাগ রয়েছে বিশাল এ হাসপাতালে।অত্যাধুনিক এই হাসপাতালটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ হাসপাতালে মাত্র ১০ টাকায় দেশের প্রথম সারির বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পাচ্ছেন রোগীরা। নামিদামি প্রাইভেট চেম্বারে গিয়ে তিন থেকে পাঁচ মাস অপেক্ষা করেও যাদের সিরিয়াল পাওয়া যায় না সেই বিশেষজ্ঞ চিকিৎসকরাই ওই হাসপাতালে মাত্র ১০ টাকার টিকিটে রোগী দেখছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নিরীহ-দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন প্রতিদিন। সেখানকার চিকিৎসকরা জানান, এখন আর চিকিৎসার জন্য বিদেশে যাওযার কোনো প্রয়োজন নেই। এই কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে অপারেশন ও পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ উন্নত দেশ থেকে ক্রয় করা হয়। যা এদেশে তৃতীয় কোনো সেবা প্রতিষ্ঠানে নেই।