মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ১২:৩১:১৭

ঢাবির ৫ ছাত্রী হলের চারটিই স্বতন্ত্রদের দখলে

ঢাবির ৫ ছাত্রী হলের চারটিই স্বতন্ত্রদের দখলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল ছাত্র সংসদ নির্বাচনে ৬৬ ভাগ সাফল্য এসেছে ছাত্রলীগের। তবে ছাত্র হলগুলোতে আধিপত্য দেখাতে পারলেও ছাত্রী হলগুলোর ভিপি জিএস পদের অধিকাংশতেই ব্যর্থ ছাত্রলীগ। ফলে এ পদগুলো চলে গেছে স্বতন্ত্র প্যানেলের দখলে।

ছাত্রীদের পাঁচটি হলের মধ্যে শামসুন্নাহার, কবি সুফিয়া কামাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী- এ তিন হলেই ভিপি-জিএস উভয় পদেই জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়াও ফজিলাতুন্নেসা মুজিব হলের ভিপি পদটিও জিতেছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা। এসব হলের অন্যান্য পদেও স্বতন্ত্র প্রার্থীদের অনেকে জয়ী হয়েছেন।

অপরদিকে ছাত্রদের ১২টি হলের মধ্যে অমর একুশে হল ও ফজলুল হক হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এরা হচ্ছেন মেহেদী হাসান সুমন ও মাহমুদুল হাসান তমাল। এর বাইরে সার্জেন্ট জহুরুল হক হলের জিএস পদে জয় পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল ইসলাম। বাকিগুলোর ভিপি-জিএসসহ বেশিরভাগ পদে ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে